শনিবার দুপুর ১:২৫, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

অবশেষে ‘সুন্দরীদের’ পিছু ছাড়া

সেলিম মাহমুদ

কনফেশন পেইজ আর সোশ্যাল সাইটের হাজার হাজার সুন্দরী মেয়েকে ইগ্নোর করে ছেলেটা তখন সাধারণ একটা মুখ খুঁজতে থাকে। স্টাইলিশ হিজাবীর বদলে মাথায় সাধারণভাবে উড়না দেয়া মেয়েটাই তখন তার স্বপ্ন হয়ে যায় ।

জীবনের বড় একটা সময় সুন্দরী ক্যাটরিনা কাইফদের পেছনে ঘুরে ঘুরে শেষ করলেও একটা সময় গিয়ে ছেলেরা ঠিকই বুঝতে পারে, ক্যাটরিনা কাইফদের দিয়ে সংসার হয় না।

দেয়ালে ধাক্কা খেয়ে বোধ জাগ্রত হওয়া ছেলেটা তখন বুঝতে পারে, তার জন্য দরকার শান্ত-শিষ্ট আর মায়ায় টইটুম্বুর একটা মুখ। যে মুখ মেকাপের আস্তরণে ঢাকা পড়েনি। যে মুখটা নিষ্পাপ। যে মুখটা দেখে খুব সহজেই আপন করে ফেলা যায়।

কনফেশন পেইজ আর সোশ্যাল সাইটের হাজার হাজার সুন্দরী মেয়েকে ইগ্নোর করে ছেলেটা তখন সাধারণ একটা মুখ খুঁজতে থাকে। স্টাইলিশ হিজাবীর বদলে মাথায় সাধারণভাবে উড়না দেয়া মেয়েটাই তখন তার স্বপ্ন হয়ে যায়।

হাতে হরেক রকমের ব্রেসলেট আর মাথায় বাহারী ক্লিপ গোঁজা মেয়ে নয়। বরং একটা সময় গিয়ে ছেলেরা খুঁজতে থাকে দুটো সাধারণ হাত। যে হাতটা ধরা যায় পরম নিশ্চয়তায়…

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply