শনিবার সকাল ১১:৪৯, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

অথৈ জলে ভাসছে ব্রাহ্মণবাড়িয়ার নিম্নাঞ্চল (ভিডিও)

জাকারিয়া জাকির

ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে আশেপাশে উপজেলাগুলো বন্যার পানিতে প্লাবিত। বাড়ছে মানুষের দুর্দশা। ব্রাহ্মণবাড়িয়া সদর সুলতানপুর ইউনিয়ন হাবলাউচ্চ গ্রামে গিয়ে দেখা যায়, তাদের আশেপাশের বাড়ি-ঘর, গরুর খামার, মুরগির খামার- এসব কিছু পানিতে তলিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণে বন্যাপরিস্থিতি, ডুবে যায় গ্রামের পর গ্রাম

ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণে বন্যায় কাইতলা, রাইতলা, নারুই-নোয়াগাঁও, হাবলাউচ্চ- ডুবে যায় গ্রামের পর গ্রাম। ভিডিও: জাকারিয়া জাকির, সিনিয়র প্রতিবেদক।

Posted by Desh Dorshon দেশ দর্শন on Thursday, July 30, 2020

তাছাড়াও নবীনগর উপজেলার কাইতলা-রায়তলা, নারুই-নোয়াগাঁও গ্রামগুলিকে একটা সাগরের মাঝে ভাসমান দ্বীপের মত দেখা যায়। সরোজমিনে গিয়ে নোয়াগাঁও এর বাদল মিয়ার সাথে কথা বলে জানা যায়, ২০০৪ সালের পর এরকম পানি তারা আর দেখে নাই। এই বন্যায় গবাদি পশু, হাঁস-মুরগি সবকিছু নিয়ে ওরা বিপদে আছে।

হাবলাউচ্চ গ্রামের মালাই মিয়া বলেন, “আমাদের অবস্থা ও ভয়াবহ! ২/৩টি গরু পালতাম। ঘাসের অভাবে গরুগুলো রুগ্ন হয়ে গিয়েছে। কাম-কাজ নাই, নিজে চলতে কষ্ট হচ্ছে।” ঠিক এ রকমভাবে বিভিন্ন গ্রামে আকস্মিক বন্যার কারণে জনজীবন বিপন্ন হচ্ছে।

জাকারিয়া জাকির: সিনিয়র প্রতিবেদক

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply