শনিবার রাত ৯:১২, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

কবিতা : বালি খোলা

৮৫৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

পিচ ঢালা পথের শেষ সীমান্তে
বালি খোলা ঐ পানির ধারে,

আসছে মানব বনভোজনে
কাটছে দিন হই উল্লাসে ।

আসছে বসান আনন্দে
স্নান করছে স্বচ্ছ জলে।

ছিল যত দুখ বেদনা
ভাসিয়ে নিলো স্রোতে

রোদে আকাশ নীলাকাশ
সলিল যেন দর্পন।

টেউ এসে কেড়ে নেই
মানবের মন,
বালি খোলা ঐ
পানির ভ্রমন
———————–
কিশোরগঞ্জ সদর
মাহমুদ নাঈম

Some text

ক্যাটাগরি: কবিতা, দর্শন

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি