রবিবার সকাল ১১:১৪, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ‘আখাউড়া মিনি কক্সবাজার’

৭৫৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

পবিত্র ঈদুল আজহার দিন (১৫ আগস্ট ২০১৯) থেকেই ব্রাহ্মণবাড়িয়ার ‘আখাউড়া মিনি কক্সবাজার’ এ উপচেপড়া ভিড়। এ নজরকাড়া দৃশ্য দেখতে পড়ন্ত বিকেলে তিতাস পাড়ের মিনি কক্সবাজার থেকে শীতল বাতাসের পরশ অনুভব করতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে আছে। পরিবার-পরিজন বন্ধু বান্ধব নিয়ে “আখাউড়া মিনি কক্সবাজার” ঘুরে-ফিরে আনন্দ উপভোগ করছেন নানা বয়সের মানুষ।

সরেজমিনে ঈদের দিন বিকেল থেকে ঈদের ৩য় দিন বিকেল পর্যন্ত সেখানে গেলে আখাউড়া মিনি কক্সবাজার কোড্ডা বাইপাসের এ স্থানে গিয়ে এমন চিত্র দেখা যায়। আখাউড়ার আশপাশসহ পার্শ্ববর্তী উপজেলা থেকে নানা বয়সী শতশত দর্শণার্থী ছুটে এসেছেন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের জন্য। তিতাস ব্রীজের নিচে থেকে অনেকেই ইঞ্জিন নৌকা আবার কেউ কেউ স্পীড বোড নিয়ে তিতাসের বুকে ঘুরতে যাচ্ছেন।

এদিকে দর্শণার্থীদের কেন্দ্র করে জমজমাট এখানকার শরবত, বুট, বাদাম, চা-স্টল ও ফুটপাতের ব্যবসায়ীরা। আখাউড়া মসজীদ পাড়া থেকে আসা রাজীব চৌধূরী জানান, “ঈদের ছুটিতে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে এখানে বেড়াতে এসেছি, এখানকার পরিবেশ যে কারোরই মন ভুলাবে।” মিসেস রাজীব বলেন, “এমনিতে তেমন একটা বেড়োনো হয় না। আজ বেবীর জন্মদিন উপলক্ষে বেরুতে পেরেছি। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। দখিনা বাতাসে মন ভুলে যায় আপন ঠিকানায়।”

সৌদী আরব প্রবাসী নূর মোহাম্মাদ বলেন, “প্রবাস থেকে প্রায় এ জায়গার অনেক সুনাম শুনতাম। ফেসবুকের মাধ্যমে এ জায়গার সবকিছুই অনুভব করতাম। তাই এবার ছুটিতে বেড়াতে চলে আসলাম।”

দেবগ্রাম থেকে ঘুরতে আসা জারির হোসেন খান বিমান জানান, এখানকার পরিবেশ-প্রকৃতি এবং রূপলাবণ্য পর্যটকদের প্রতিনিয়ত মুগ্ধ করে। এই মুগ্ধতাই তাদেরকে এখানে বার বার নিয়ে আসে। সরকারের কাছে তিনি দাবী জানান, এই তিতাস পাড়ের আখাউড়া ‘মিনি কক্সবাজার’ নামক জায়গাটিকে পর্যটকদের সুবিধার্থে যেন পর্যবেক্ষণ করা হয় এবং পর্যটকদের জন্য এখানে আরো সুন্দর ও মনোরম পরিবেশ গড়ে তোলা হয়।

মোঃ দ্বীন ইসলাম খাঁন, বিষেশ প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি