রবিবার রাত ১:০৭, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

আমি বদলাতে চাই না

জাকির মাহদিন

মূর্খতার একটা শাস্তি তো থাকতেই হবে। 'আমি', 'আমার', ‘আমাদের’- সারাক্ষণ এসবের আগুনে পোড়াই তার শাস্তি।

পয়সার গরম, পদের গরম, ক্ষমতার গরম- এসব মানুষকে বড়বেশি বদলে ফেলে। ভেতরের মূর্খতা, কদর্যতা জেগে উঠে। সারাক্ষণ ‘আমি’ ‘আমি’ বলে সে নিজেই শাস্তি পেতে থাকে। হ্যাঁ, মূর্খতার একটা শাস্তি তো থাকতেই হবে। ‘আমি’, ‘আমার’, ‘আমাদের’- সারাক্ষণ এসবের আগুনে পোড়াই তার শাস্তি।

জনসমর্থনের গরম, শিক্ষার গরম, যৌবন ও সৌন্দর্যের গরম ইত্যাদিও আমাদেরকে বদলে ফেলে। আসলে কি এসব আমাদের ‘বদলায়’? না ওটাই আমার ও আমাদের প্রকৃত অবস্থা? উপযুক্ত সময়-সুযোগ পেলে তা প্রকাশিত হয়। আর না পেলে ভেতরে গুপ্ত থাকে।

এ বিষয়গুলো নিয়ে আমি নিজেও চিন্তিত। জানি না কখন বদলে যাই। না, আমি বদলাতে চাই না। তবুও নিজের অজান্তেই যেন বদলে যাই।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply