ঠাকুরগাঁওয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কুরবানী,মাদক, চোরাচালান রোধ, পশুর হাটগুলো তদারকি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল ১১ টায় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আ.লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, ঠাকুরগাঁওয়ে সংরক্ষিত মহিলা-৩০২ আসনের এমপি এ্যাড. জাকিয়া তাবাস্সুম জুঁই, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান পিপিএম-সেবা, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী,জেলা শিক্ষা অফিসার, খন্দকার মো.আলাউদ্দীন আল আজাদ, সদর উপজেলার নির্বাহী অফিসার,আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমানসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ,চেয়ারম্যানগণ সহ দলীয় নেতাকর্মী ও সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, “পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুরবানীকৃত পশুর উচ্ছিষ্ঠাংশ পরিবেশ সম্মতভাবে অপসারন,যত্রতত্র পশু জবাই করা হতে বিরত থাকা,পশু জবাইয়ের পূর্বে গর্তের মধ্যে রক্ত গোবর ও পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দেওয়া, গোস্ত বিতরণে পরিবেশসম্মত ব্যাগ করাসহ কোরবানিকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণে পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে সহায়তা করার ব্যাপারে স্ব স্ব জায়গা থেকে দায়িত্ব পালন করা। যেহেতু ঈদের আনন্দ সবার। তাই ঈদ-উল-আযহা উদযাপনের লক্ষ্যে হত দরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরনে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিজে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন।
নুরে আলম শাহ, ঠাকুরগাঁও
Some text
ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]