শুক্রবার দুপুর ১:৪৭, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে নভেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে কোচ ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

৭৭০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ডিপজল কোচের সঙ্গে নিশাত নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি বলাকা উদ্যানের সামনে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ পরিচালক রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান (৪৫),বীরগঞ্জ উপজেলার গলিরামের স্ত্রী মঙ্গলী রানী (৭০), একই এলাকার মনেস্বরের স্ত্রী জবা(৩৫)। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালের দিকে নিশাত নামক বাসটি যাচ্ছিলেন দিনাজপুরের দিকে। এসময় অপরদিক থেকে ডিপজল কোচটি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসার সময় পথিমধ্যে সদর উপজেলার খোঁচাবাড়ি নামক স্থানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই নিহত হয় ৫ জন।

পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে সেখানে আরও দুইজন নিহত হয়। এছাড়াও রংপুর যাওযার পথে মারা যান একজন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: আশিকুর রহমান(পিপিএম-সেবা)।

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও

 

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি