গাছ হচ্ছে পৃথিবী ও আমাদের জীবনকে টিকিয়ে রাখার অতি প্রয়োজনীয় একটি বিষয়। গাছ আমাদেরকে অক্সিজেন দেই, আবহাওয়ার ভারসাম্যতা রক্ষা করে, আমাদের খাবার চাহিদা পুরণ করে। আসলে গাছের গুন বলে শেষ করা মুসকিল।
নিজ নিজ অবস্থান থেকে আমরা প্রত্ব্যেকেই চাইলে বড় ছোট গাছ বিভিন্ন ধরণের গাছ রোপন বা বাগান করতে পারি। আমার একটি ছোট বাগান আছে, তাই আমার এই পোস্টটি ছোট বাগান তৈরিতে সহযোগিতা করা ও আমাদের গ্রীন ব্রাহ্মণবাড়িয়া গ্রুপের সাথে আপনাদের পরিচিতি করানো নিয়েই।
গ্রীন ব্রাহ্মণবাড়ি১০ম ইভেন্ট ফারুকি পার্কে অনুষ্ঠিত
শখের ছোট্ট একটি বাগান তৈরি করতে পারেন কোন রকম খরচ ছাড়াই। আমাদের প্রত্ব্যেকেরই উচিৎ অন্তত ছোট একটি বাগান তৈরি করা। কাজে অলসতা, ভোরিং ফিল, রাগ, বিরক্ত ইত্যাদি সময়ে বাগানের পরিচর্যা করে আমাদের মনকে ভাল রাখতে পারি।
কোন রকম খরচ ছাড়াই কি ভাবে বাগান তৈরি করবেন?
- জরুরী নয়, কিন্তু নিজে জানা এবং অন্যকে জানার সুযোগ করে দিতে আমাদের গ্রুপের মেম্বার হোন, পরিচিতদেরকে মেম্বার করুন
- কিছু গুবর ও মাটি সংগ্রহ করুন (মাটি আমাদের প্রায় সবার বাড়িতেই আছে)
- মিনিমাম এক লিটারের (দুই বা পাঁচ লিটারের হলে ভাল হয়) কয়েকটি বোতল সংগ্রহ করুন
- বোতলটি চিৎ করে মাঝা-মাঝি কাটুন (নিচের ছবির মত করে)
- আমাদের গ্রুপের কারো কাছ থেকে ফ্রি কিছু গাছ সংগ্রহ করুন (চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন, ফ্রি)
- বোতলে মাটি দিয়ে গাছ লাগিয়ে দিন।
- বোতলে কয়েকটি ছিদ্র করে দিতে হবে, যেন পানি আটকে না থাকে। পানি আটকে থাকলে চারা পচে মরে যেতে পারে।
কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান।
গ্রুপ লিঙ্ক: facebook.com/groups/green.brahmanbaria
বাগানটির স্থান:
অপটিমাম আইটি
মওলা ভবন (৪র্থ তলা)
ফকিরাপুল সংলগ্ন, টি.এ রোড
ব্রাহ্মণবাড়িয়া।
Some text
ক্যাটাগরি: ছবি ব্লগ, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]