শিক্ষার সমস্যা এবং চিন্তার সাংঘর্ষিকতা ও সমন্বয় নিয়ে একটি চমৎকার বক্তব্য দিয়েছেন শিক্ষক ও দেশ দর্শনের কলামিস্ট শরীফ উদ্দীন রনি
শিক্ষার সমস্যা এবং চিন্তার সাংঘর্ষিকতা ও সমন্বয় নিয়ে একটি চমৎকার বক্তব্য দিয়েছেন শিক্ষক ও দেশ দর্শনের কলামিস্ট শরীফ উদ্দীন রনি। তিনি বলেন, সক্রেটিসের শিক্ষা ও বক্তব্য আমাদের কাছে যেভাবে পৌঁছেছে তাতে গভীর পর্যবেক্ষণের দৃষ্টিতে তাকালে একটা স্ববিরোধিতা দেখতে পাওয়া যায়। আর যারা তাকে উপস্থাপন করছে, তাকে বাঁচিয়ে রেখেছে, তার গুণগান গাইছে বা তাকে অনুসরণের কথা বলছে, তারাও এই স্ববিরোধিতার কোনো সমাধান পেশ করতে পারছে না।
তিনি আরো বলেন, পেশাগত জীবনে যখন আমাদের চাহিদা ক্রমাগত বাড়ে, আর সেই বাড়তি চাহিদার পেছনে আমরা দৌড়াই। কিন্তু চিন্তা করি না, আমি যা উপার্জন করছি, জমা করছি, নির্মাণ করছি, তা বিশ বছর পর আমার কী কাজে লাগবে। আজকের উপার্জন ও জমা করা সম্পদ ভবিষ্যতে আমার জন্য কল্যাণকর হবে, নাকিক্ষতিকর হবে সেটা ভাবার মানসিকতা ও শক্তি-উৎসাহ আমাদের নেই।
বিস্তারিত জানতে ভিডিও বক্তব্যটি শুনুন…
ক্যাটাগরি: বিশেষ প্রতিবেদন, শীর্ষ তিন
[sharethis-inline-buttons]