শনিবার সকাল ৬:৩৩, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

পরিবারের মানসিক অসুস্থদের খবর নিন

মেহেরুবা নিশা

অসুস্থ মানুষটি চাপ সইতে না পেরে যখন নিজেকে দড়িতে ঝুলিয়ে দেয় অথবা গায়ে আগুন ধরিয়ে দেয়

আমার মনে হয় শারীরিক অসুস্থতাকে আমরা যতটা প্রাধান্য দেই, মানসিক অসুস্থতাকে ঠিক ততটাই অবহেলা করি। মানসিক অসুস্থতা বিভিন্নরকম হতে পারে।

আমাদের কাছে আপাতদৃষ্টিতে দেখা একটা পাগলই কেবল মানসিক ভাবে অসুস্থ বলে বিবেচিত। কিন্তু আরো কতধরনের অসুস্থতা যে একটা মানুষ আর তার পরিবারকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয় সে খেয়াল ক’জন রাখে?

এভাবেই ধীরে ধীরে একটা মানুষ দিন দিন আত্মহত্যাপ্রবণ হয়ে উঠতে থাকে

অসুস্থ মানুষটি চাপ সইতে না পেরে যখন নিজেকে দড়িতে ঝুলিয়ে দেয় অথবা গায়ে আগুন ধরিয়ে দেয়। তখন নিউজে তার থেমে যাবার সংবাদে কেউ কিছুদিন আহা উহু করে অথবা গালি দেয়। কিন্তু মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে থাকা মানুষটির মানসিক সুস্থতার ব্যাপারে পরিবার, সমাজ সবাই থাকে উদাসীন!

এভাবেই ধীরে ধীরে একটা মানুষ দিন দিন আত্মহত্যাপ্রবণ হয়ে উঠতে থাকে।

লেখক : মেহেরুবা নিশা

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply