তারা বারবার ‘ইসলাম’ ‘ইসলাম’ ও ‘মুসলমান’ ‘মুসলমান’ বলে যে চিৎকার-চেচামেচিগুলো করে তা সম্পূর্ণ অযৌক্তিক এবং চরম সমস্যাপূর্ণ। বিশেষ করে ধর্মের নামে যারা রাজনীতি ও দলাদলি করে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই চিৎকার-চেচামেচিগুলো বেশি করে।
ধর্মকে নতুন বিশ্বদৃষ্টি দিয়ে অনুভবের চেষ্টা করুন। কেননা বর্তমান বিশ্বে আন্তর্জাতিকভাবেই ইসলাম ভুলভাবে উপস্থাপিত হচ্ছে একের পর এক। এদিকে মুসলমানদের জানা-অজানা বিভিন্ন ভুল ও বাড়াবাড়ি সেই ভুল উপস্থাপনগুলোকে আরো শতগুণ বাড়িয়ে দিচ্ছে। তাই ‘কোরআন’, ‘হাদিস’, ‘ইসলাম’- এসব নাম শুনলেই শত শত কোটি মানুষের অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠে। তাদের চোখের সামনে ভেসে ওঠে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, কামুক, সেকেলে ইত্যাদি।
তাই বর্তমানে ইসলাম, কোরআন-হাদিস বা ধর্মের নাম দিয়ে প্রচলিত ধারার কোনো বক্তব্য-বিবৃতি বা রাজনীতি চলতে পারে না। এমনকি ধর্মীয় শিক্ষাব্যস্থায়ও যথেষ্ট পরিবর্তন আনতে হবে। ধর্মের উদারতা, যৌক্তিকতা, বাস্তবতা, বৈজ্ঞানিকতা, সহিষ্ঞুতা চর্চা না করে যারা ইসলামের নামে মানবসমাজকে বিভক্ত করে, ইসলামের নামে নারী-পুরুষের বিশেষ পোশাক ও টুপি-দাড়ির কথা বলে, ধর্মের নাম দিয়ে মানবসমাজকে বিভক্ত করে, আমল নিয়ে মতভেদ করে বিভ্রান্তি ছড়ায়, অন্যকে ছোট করে, লজ্জা দেয়, তাদের এসব বক্তব্য, দৃষ্টিভঙ্গি ও কর্মকৌশলের সঙ্গে আমরা একেবারেই একমত হতে পারি না।
শিক্ষক নামের যেসব শিক্ষাব্যবসায়ী, কালো টাকার মালিক, ব্যক্তিগত ও সাংসারিক জীবনে থার্ডক্লাশ আচরণে অভ্যস্ত, বিশেষ রাজনৈতিক দল-গোষ্ঠী কর্তৃক মগজ-ধোলাইয়ের শিকার, ইসলামের নামে করা এমনকি শিক্ষা ও মানবতার নামে করা তাদের কর্মকাণ্ডগুলোও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। ব্যবসা শুধু ধর্মের নামেই চলে না, শিক্ষা ও মানবতার নামে আরো বেশি চলে।
তারা বারবার ‘ইসলাম’ ‘ইসলাম’ ও ‘মুসলমান’ ‘মুসলমান’ বলে যে চিৎকার-চেচামেচিগুলো করে তা সম্পূর্ণ অযৌক্তিক এবং চরম সমস্যাপূর্ণ। বিশেষ করে ধর্মের নামে যারা রাজনীতি ও দলাদলি করে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই চিৎকার-চেচামেচিগুলো বেশি করে। কওমিপন্থীদের বলব, আপনাদের দৃষ্টিভঙ্গি ও কর্মকৌশলে বিপ্লবাত্মক পরিবর্তন আনুন। ধর্মকে নতুন বিশ্বদৃষ্টি দিয়ে অনুভবের চেষ্টা করুন। সবার কাছ থেকে আলাদা হতে হতে আর কত নিজেদের কোণঠাসা করবেন?
দেশি-বিদেশি যেসব মাওলানা-মুফতি, সরকারি-বেসরকারি চাকুরে মোটা অংকের বেতন ভোগ ও সুযোগ-সুবিধা করে, এসিরুমে বসে, গাড়িতে চড়ে, দামি পোশাক পড়ে বিলাসিতায় গা ভাসিয়ে ইসলামের কথা বলেন, তাদেরকে মুক্তভাবে বিচার করুন। নবী ও সাহাবাগণের সংসার কেমন ছিল আর তাদেরগুলো কেমন একটু দেখতে চেষ্টা করুন। বিশেষ দল কর্তৃক, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক, বিশেষ পরিবেশের মাধ্যমে আমাদের মস্তিষ্ককে যে ‘গণ্ডিবদ্ধ ধারণায়’ গড়ে তোলা হয়েছে, তা ছিন্ন করতে চেষ্টা করুন। আমার কথাগুলো অবশ্যই বিচার না করে, আমাকে প্রশ্নবিদ্ধ না করে গ্রহণ করবেন না। কারণ আমার কথা এত দুর্বল নয় যে আমি আপনাদের বলব তা যাচাই-বাছাই না করেই গ্রহণ করে নিন। আমি চাই আপনার, আমার, আমাদের সবার মতামতগুলো চূড়ান্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নিন।
শিক্ষক নামের যেসব শিক্ষাব্যবসায়ী, কালো টাকার মালিক, ব্যক্তিগত ও সাংসারিক জীবনে থার্ডক্লাশ আচরণে অভ্যস্ত, বিশেষ রাজনৈতিক দল-গোষ্ঠী কর্তৃক মগজ-ধোলাইয়ের শিকার, ইসলামের নামে করা এমনকি শিক্ষা ও মানবতার নামে করা তাদের কর্মকাণ্ডগুলোও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। ব্যবসা শুধু ধর্মের নামেই চলে না, শিক্ষা ও মানবতার নামে আরো বেশি চলে।
জাকির মাহদিন : সাংবাদিক, কলামিস্ট
zakirmahdin@yahoo.com
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]