এরপর শুরু হলো উচ্চপর্যায়ের রং-তামাশা। ফণী মনিটর করছেন অমুক, ফণী মোকাবেলা করবে বিএনপি, ছাত্রলীগ, সেনাবাহিনী। সেনাবাহিনীর ছবি দেয়া হয়েছে বন্দুক তাক করা অবস্থায়। কি হাস্যকর। তাও নামকরা টিভি চ্যানেলে।
আগেই বলেছি, যত ফণী তত বর্ষে না। বাংলাদেশ থেকে যদি কেউ বিনা হিসাবে নরকে যায়, তবে সবার আগে সম্ভবত যাবে অতিরঞ্জিত করা ‘সাংবাদিকেরা’। শুরুতে পেপারে লেখা হলো, ঘূর্ণিঝড় ফেনী আসছে। কারণ কি? ইংরেজিতে লেখা FANI. যাই হোক এরপর সংশোধন করা হলো। তারপর শুরু হলো নতুন হাইপ- এটা ৪৭ বছরের মাঝে সবচেয়ে ভয়ংকর, এটা ৭৩ বছরের মাঝে সবচেয়ে আয়তনে বড়, এটা বাংলাদেশের চেয়েও বড়। ভাবখানা এমন, বাংলাদেশকে গিলে খাবে। রুট নিয়েও হয়েছে একগাদা মিথ্যাচার৷ কেউ বলে কক্সবাজার দিয়ে, কেউ বলে পটুয়াখালি, কেউ বলে খুলনা, কেউ বলে পুরো দেশ ডুবে যাবে।
আতঙ্কে মানুষ অস্থির। আতঙ্ক খুব স্বাভাবিক, যে কোনো মুহূর্তে তো আমরা এমনিতেও মারা যেতে পারি। এরপর শুরু হলো ফণীর টাইমিং নিয়ে জল্পনা কল্পনা- সকালে আসবে, কেউ বলে সন্ধ্যায় আঘাত হানবে, কেউ বলে মাঝরাতে এটাক করবে। ভয়ানক ইনফো গ্যাপ! অনলাইন পোর্টাল আবার এক কাঠি সরস।
এরপর শুরু হলো উচ্চপর্যায়ের রং-তামাশা। ফণী মনিটর করছেন অমুক, ফণী মোকাবেলা করবে বিএনপি, ছাত্রলীগ, সেনাবাহিনী। সেনাবাহিনীর ছবি দেয়া হয়েছে বন্দুক তাক করা অবস্থায়। কি হাস্যকর। তাও নামকরা টিভি চ্যানেলে।
এটা ৪৭ বছরের মাঝে সবচেয়ে ভয়ংকর, এটা ৭৩ বছরের মাঝে সবচেয়ে আয়তনে বড়, এটা বাংলাদেশের চেয়েও বড়। ভাবখানা এমন, বাংলাদেশকে গিলে খাবে। রুট নিয়েও হয়েছে একগাদা মিথ্যাচার৷ কেউ বলে কক্সবাজার দিয়ে, কেউ বলে পটুয়াখালি, কেউ বলে খুলনা, কেউ বলে পুরো দেশ ডুবে যাবে।
সর্বশেষ দেখলাম, আজ বোরো ধান ৮০% পেকে গেলেও কেটে ফেলুন, ফণী খেয়ে নিবে সব। আজ সকাল থেকে অনেক চ্যানেলে দেখলাম। যারা এই পরামর্শ দিয়েছেন তাদের কি বোরো ধান সম্পর্কে আদৌ কোনো ধারণা আছে? এই ধান কেটে ফেলে রাখলে চারা গজিয়ে যায়। এই ধান কাটার পর পর শুষ্ক আবহাওয়ায় রাখতে হয়, রোদে দিতে হয়। এক্সট্রিম ময়েস্ট ওয়েদার, সেই সাথে টিপটিপ বৃষ্টি। আমার কাকার প্রায় ১০ বিঘা জমির ধান কাটার পর ফেলে রেখে নষ্ট করতে হচ্ছে৷
আমি আম্মাকে বলেছি, আমাদের ধান কাটার দরকার নাই। ঝড় কমুক বা না কমুক, রিজিক আল্লাহর হাতে। এই আতঙ্ক নিয়ে ধান কেটে নষ্ট করার দরকার নাই। বাংলাদেশী মিডিয়ার এই কাণ্ডজ্ঞানহীন আচরণ কিংবা ফণী নিয়ে এই দেশব্যাপী আতংক সৃষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না?
ফকরুল আলম রুবেল : অনলাইন এক্টিভিস্ট
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]