শনিবার ভোর ৫:০২, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে নভেম্বর, ২০২৪ ইং

দীর্ঘ প‌থে একা প‌থিক আমরা

শরীফ উদ্দীন রন‌ি

আয়নার সাম‌নে দাঁ‌ড়ি‌য়ে যা‌কে দেখা যায় সেটা শুধু তার বা‌হি‌রের রূপটুকু। যার আড়া‌লে দা‌ঁড়ি‌য়ে আছে সম্পূর্ণ ভিন্ন এক সত্তা।

পৃ‌থিবীর অতীত ও বর্তমান আমা‌দের জীবন‌কে তার গভী‌রে পে‌ৗঁ‌ছে জীব‌নের আসল রহস্য উন্মোচন কর‌তে সাহায্য ক‌রে। কো‌নো মানুষই সে তার নি‌জে‌কে দেখ‌তে পায় না, জান‌তে পা‌রে না এবং বুঝ‌তে পা‌রে না। আয়নার সাম‌নে দাঁ‌ড়ি‌য়ে যা‌কে দেখা যায় সেটা শুধু তার বা‌হি‌রের রূপটুকু। যার আড়া‌লে দা‌ঁড়ি‌য়ে আছে সম্পূর্ণ ভিন্ন এক সত্তা। যা আমা‌দের ব‌া‌রে বা‌রে স্মরণ ক‌রি‌য়ে দেয়, আ‌মি কে? আম‌ার প‌রিচয় কী?

অতীত ও বর্তমান বাস্তব আমা‌দের আজ ব‌লে যারা স‌ত্যিকার অ‌র্থে নি‌জের সত্তাটা‌কে খু‌ঁজে পে‌য়ে‌ছে। তারা অপরাপর মানু‌ষের সহ‌যো‌গিতায় নি‌জের ভেত‌রে ঘু‌মি‌য়ে থাকা মানুষটা‌কে নিরলস প‌রিশ্রম ক‌রে তার অবস্থানগত মূল্য দেয়ার চেষ্টা ক‌রে‌ছে। তারা ভাল‌বে‌সে‌ছে মানবসত্তা‌কে। আ‌বিষ্কার করে‌ছে পৃ‌থিবীর বুক থে‌কে দুঃখ নামক শ‌ব্দ থে‌কে প‌রিত্রাণ লা‌ভের পথ। যার দ্বারা আ‌সে মানু‌ষের জীব‌নে শা‌ন্তির প্রবাহ।

‌সেসব মানুষগু‌লো‌র অ‌স্তিত্ব বিদ্যমান থাকার মুহূ‌র্তে খুব অল্পকজনাই তা‌দের বুঝ‌তে, মান‌তে ও সহ্য কর‌তে পারত। ত‌বে এপ‌থে যারা হেঁ‌টে নিজ সত্তাটা‌কে আ‌বিষ্কার কর‌তে চায় তা‌দের অবশ্য শত দুঃখ, যন্ত্রণা, কষ্ট আর তা‌দের অবমূল্যায়ন মে‌নে এই প‌থে চল‌তে হ‌বে। চলার প‌থে কাউ‌কে পা‌শে নাও পে‌তে পা‌রে। একাই এ দীর্ঘপথটা তা‌কে পা‌ড়ি দি‌তে হ‌বে।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply