শনিবার সকাল ৯:৪৬, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

আসুন ঢাকা বর্জন করি

রাতুল বণিক

সবার আগে তো আমাদের বাঁচার অধিকার চাই, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। আমরা কেন জেনেশুনে বসবাসের অযোগ্য একটি শহরে বসে আছি? আমাদের কি হলো যে বসবাসের জন্য শতভাগ অযোগ্য যে ঢাকা শহর, তাকে ছাড়া আমাদের চলবেই না? ঢাকার মতো অনিরাপদ শহরকে পাবলিকলি বর্জন করা উচিৎ।

যে মানুষটি বাঁচার প্রাণপণ চেষ্টা করেও বাঁচতে পারেনি। যে স্ত্রী তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য, মা তাঁর কলিজার টুকরাটার চাঁদ মুখটা আরেকবার দেখার জন্য, মেয়ে তার বাবার গলায় জড়িয়ে ধরার জন্য আকুতি জানাচ্ছিলেন, পা না থাকা যেই মানুষটা চেয়ারে বসে থেকেই, ছোটভাইয়ের কাছে নিচ্ছিলেন অনন্ত বিদায়। তাঁরাই দেখেছেন, তারাই বুঝেছেন একটি অনিরাপদ, অপরিকল্পিত, কুৎসিত শহর কিভাবে মানুষের স্বপ্নকে, সাজানো পরিবারকে, জীবনকে নির্মমভাবে হত্যা করে চলছিলো । 

আমরাও দেখেছি, চোখ আছে তাই দেখেছি। যতদিন না আমরা নিজেরা পরিবর্তন হচ্ছি, ততদিন আমাদের এই দৃশ্য দেখে যেতেই হবে। চলুন নিরাপদ জীবন গড়ি, ঢাকাকে বর্জন করি।

 

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply