রবিবার বিকাল ৫:২১, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিভিন্ন দাবিতে ঠাকুরগাঁওয়ে ইট প্রস্তুতকারী মালিক সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

২১৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে জ্বালানী কয়লার মূল্য হ্রাস, সহজশর্তে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স প্রদান এবং বিভিন্ন প্রকার হয়রানী বন্ধের দাবিতে ইট ভাটা মালিকদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার পৌর শহরের টিএফসি চাইনিজ রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি মুরাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি রাজশাহী ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির সহ-সভাপতি সাদরুল ইসলাম, বিশেষ অতিথি যশোর ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি, খুল বিভাগের যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য কাজী নাজির আহম্মেদ মনু, সংগঠনের চুয়াডাঙ্গা জেলা কমিটির সহ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য খাজা নাসির উদ্দীন শান্তি, পঞ্চগড় জেলা সমিতির সভাপতি আজহার আলী, ঠাকুরগাঁও জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম, সহ সভাপতি আহমেদ হোসেন বিপ্লব, কার্যকরী সদস্য জয় চৌধুরী, আবু তাহের, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার আগারওয়ালা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ। সভায় বক্তারা উল্লেখিত দাবি দাওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি