বৃহস্পতিবার রাত ১০:৩৯, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে নভেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী

১৬৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

“শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ^ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু অধিকার সপ্তাহ ২০২১ উপলে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর আয়োজনে ও সেফ দ্যা চিলড্রেনের সহযোগিতায় আলোচনা সভায় সংগঠনের সভাপতি জিহাদ ইসলাম জয়ের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিশেষ অতিথি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েরসহকারী শিক্ষক তাপস দেবনাথ, সংগঠনের ভোলান্টিয়ার হাসনা হেনা, শিশু গবেষক রাদ শাহমাদ প্রমুখ। এসময় পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বিশেষ সুবিধা বঞ্চিত শিশুদের ২টি হুইলচেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রুদ্র মহন্ত ও শিশু সংসদ সদস্য প্রজ্ঞা বর্মন। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী ১১ জন বিজয়ী শিশুর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সুরমি বেগ, সহ- সভাপতি জুঁই আক্তার,যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম,চাইল্ড পার্লামেন্ট মেহেরাব হোসেন অপিসহ অভিভাবক বৃন্দ।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি