শুক্রবার বিকাল ৩:৫০, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে নভেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নতুন এ্যাম্বুলেন্সের উদ্বোধন

৩১২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নতুন এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করা হয়। গতকাল রোববার ফিতা
কেটে এ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগঁাও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

পরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, ঠাকুরগঁাওয়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ্যাম্বুলেন্স নেই শুনে মমার্হত হয়েছিলাম। তাৎক্ষণিক একটি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আজ সেটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দেয়া হলো। বিনা পয়সা গর্ভবতী মায়েরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা গ্রহণ কবে এবং বিনা পয়সা এ্যাম্বুলেন্স সেবাও পাবে।
তিনি বলেন, আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আছে বলে আমরা শান্তিতে বসবাস করতে পারছি। এক কথায় আমরা ভালো আছি।
সদর উপজেলার প্রত্যেকটি উন্নয়নমূলক কাজ করেছি এই সরকারের অধীনে এবং সদর উপজেলা একটি মডেল
উপজেলায় পরিণত হয়েছে।
ঠাকুরগঁাওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর
হোসেন,সিভিল সার্জন ডা: মো. মাহফুজার রহমান, ঠাকুরগঁাও পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক লাবনী বসাক প্রমুখ।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি