একটি সড়ক দুর্ঘটনার কারণে তিনজন মন্ত্রী বরখাস্ত হয়েছেন। খবরের শিরনাম শুনে হয়ত ভাবছেন এটা বাংলাদেশের ঘটনা। কিন্তু না, ভুলে করেও তা ভাবতে যাবেন না।
মাত্র একটি সড়ক দুর্ঘটনার কারণে বরখাস্ত হয়েছেন বুলগেরিয়ার তিনজন প্রভাবশালী মন্ত্রী। শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ভোগ শহরে দুর্ঘটনার শিকার হয় একটি বাস। এতে প্রায় ১৭ ব্যক্তি নিহত হন। ভয়াবহ এ দুর্ঘনায় সড়ক যোগযোগ সংশ্লিষ্ট মন্ত্রীদের ওপর বেজায় চটেছেন দেশটির প্রধামন্ত্রী বয়কো বরিসভ। এর প্রেক্ষিতে সড়ক মন্ত্রী ইভলো মস্কোভস্কি, আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী নিকোলে নানকভ ও স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেনটিন রাদেভকে একসঙ্গে বরখাস্ত করেন তিনি। কারণ হিসেবে বলেন, রাজনীতিবিদদের সড়ক দুর্ঘটনার দায় নেয়া উচিত।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]