রবিবার সকাল ১১:০৩, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

করোনা দুর্যোগে কর্মহীন অসহায় প্রতিবন্ধীদের পাশে সরাইল প্রেসক্লাব

৫১৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

‘মানুষ মানুষের জন্যে’ এ স্লোগানকে সামনে রেখে করোনা দুর্যোগে সমাজের অসহায় কর্মহীন দরিদ্র ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে সরাইল প্রেসক্লাব। শুক্রবার সকালে সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি মেনে শতাধিক অসহায় নারী পুরুষ ও প্রতিবন্ধীর হাতে তারা তুলে দিয়েছেন ঈদ-সামগ্রী।

প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক মো. জহিরূল ইসলাম রিপনের সঞ্চালনায় সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান। বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজেরে অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, শহীদ বুদ্ধিজীবীর সন্তান, আ.লীগ নেতা ও প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউসার, ফয়সাল আহমেদ মৃধা দুলাল, ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ কামরূজ্জামান ইউসুফ প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সেলু, সরাইল প্রেসক্লাবের সহ-সভাপতি  এম এ মুসা, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ইব্রাহীম, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ প্রমুখ।

শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক

 

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি