রবিবার সকাল ৯:০৯, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

কবিতা: বঙ্গবন্ধুর শুভ জন্মদিন :: সুলতানা বেগম

৪৭৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বঙ্গবন্ধু
আজ তোমার শুভ জন্মদিন
কি ভাষাায় জানাই তোমাকে শুভেচ্ছা!
তোমার কাছে রয়েছে যে শত কোটি ঋণ।

বঙ্গবন্ধু
তুমি হৃদয়ে প্রাণের স্পন্দন
বাঙালি জাতির স্বাধীনতা দানে
দিয়েছো ভেঙ্গে পাকিস্তানী শৃঙ্খল।

বঙ্গবন্ধু
তুমি সর্বযুগের শ্রেষ্ঠ বাঙ্গালী নেতা।
যুগে যুগে সুরে সুরে শিশুরা শুনবে
তোমার সংগ্রামী জীবনের কথা।

বঙ্গবন্ধু
তুমি কিশোর কিশোরীর স্বপ্নের রাষ্ট্র সৈনিক
তোমার সংগ্রামী জীবনের ইতিহাস পাঠে
তারা হয়ে উঠবে যোগ্য নাগরিক।

বঙ্গবন্ধু
তুমি যুবক যুবতীর প্রাণের ঝঙ্কার
তোমার আদর্শকে অনুকরণ করে
শপথ নিবে বাঙ্গালী জাতির স্বাধীনতা রক্ষার।

বঙ্গবন্ধু
তুমি রাখাল বাঁশির সুমধুর সুর-তান
তোমার স্বপ্নের স্বাধীন বাঙলায়
গাইবে তারা ভাটিয়ালি সুরে গান।

বঙ্গবন্ধু
তুমি কৃষাণ-কৃষাণীর মুখের হাসি
তারা মুক্ত মনে ক্ষেতে বুনবে ফসল
পাবে মোটা ভাত মোটা কাপড়ের সুদিন।

বঙ্গবন্ধু
তুমি কবিতায় ছন্দের ঝংকার
তোমার সংগ্রামী জীবন কাহিনী
লিখে লিখে ভরবে খাতা কবিতার।

বঙ্গবন্ধু
তুমি রাজনীতির বলিষ্ঠ কণ্ঠস্বর
তোমার আদর্শে উজ্জীবিত বাঙালী
গড়ে তুলবে জাতীয় ঐক্যের বন্ধন।।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

কবি: সুলতানা বেগম

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি