একজন লেখক শ'দুয়েক পেইজের একটা বই লিখার জন্য পায় বড়জোর কয়েক হাজার টাকা
আমাদের সমাজে ভাড়াটে খুনি, ভাড়াটে সন্ত্রাসীদের মতো ভাড়াটে লেখকও আছে। এরা টাকার বিনিময়ে অন্যের নামে ফেসবুক স্ট্যাটাস, গল্প, কবিতা এমনকি বইও লিখে দেয়। মানুষ মারার রেট ব্যক্তিভেদে হাজার টাকা থেকে শুরু করে কোটি পর্যন্ত উঠে যায়। কিন্তু একজন লেখক শ’দুয়েক পেইজের একটা বই লিখার জন্য পায় বড়জোর কয়েক হাজার টাকা।
দুটো কাজই কিন্তু অবৈধ! তাহলে কলমের কালি ঝড়িয়ে লাভ কি? রক্ত ঝড়ালেই তো দুপয়সা বেশি পাওয়া যায়! ভাল ও বড় মনের লেখক কি এই দুই-চার হাজার টাকায় কেনা যায়?
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]
Jahangir Alam Biplob