বসুরহাটে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল নিরীহ সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কিরের। তারপরও ক্ষান্ত হয়নি সংঘর্ষ। এভাবে আর কত সংবাদিকের প্রাণ দিতে হবে? জাতির কাছে প্রশ্ন আমাদের।
বিচারের বাণী যেন নিভৃতে কাঁদে বিচারের আশায়। সাগর-রুনি হত্যা হয়ে গেল ধামাচাপা। এছাড়াও সাংবাদিকদের নির্যাতন লাঞ্ছনা যেন বেড়েই চলেছে।
বসুরহাটের মানুষ যেন পশু হয়ে যাচ্ছে। আর দোষ পড়ে কেবল ব্রাহ্মণবাড়িয়ার মানুষের, তারা নাকি ঝগড়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যত দোষ নন্দ ঘোষ। অথচ দেশের বিভিন্ন স্থানে এর চেয়ে জঘন্য ঘটনা প্রায় প্রতিদিন।
যা হোক, এখন কথা হচ্ছে, আমরা সবাই বাংলাদেশি। সবাই আইনের প্রতি শ্রদ্ধা রাখি। সাংবাদিক ও সংবাদকর্মীদের ওপর হামলা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করছি।
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]