শনিবার রাত ১১:০৫, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

সন্ত্রাসী আগ্রাসী (ক‌বিতা): শাহীন আলম

৪৬৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

সন্ত্রাসী আগ্রাসী
শাহিন আলম
তুমি সন্ত্রাসী তুমি আগ্রাসী
করলে তনন হত্যা,
শত কবি জাগবে এবার
বুঝবে তুমি মজা।

তনন একটা বজ্র কন্ঠ
সন্ত্রাসীরা ভিষন কম্পিত,
আসল রূপ তুলে আনে
সন্ত্রাসীরা হয় লাঞ্ছিত।

কবি হত্যা নয়রে সোজা
হয়না তারা মৃত,
শহীদ হয়ে থাকে তারা
ওপারে দেখ’না জীবিত।

আসল লেখক স্বয়ং আল্লাহ
সন্ত্রাসী তুমি জানোনা!
আমাদের তুমি হত্যা করলে
তিনি তোমায় ছাড়বেনা।

পাঠিয়েছেনঃ শাহিন আলম, ঘাসিটুলা,লামাপাড়া,সিলেট থেকে

Some text

ক্যাটাগরি: কবিতা, সাহিত্য

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি