‘চাওয়া’ এবং ‘পাওয়া’ এই দুটো জিনিষই কি তবে আমাদের অসুখী হবার কারণ?
রাস্তা দিয়ে যাবার সময় কিছু পাগলকে দেখতে পাই। তাদের দেখি, দেখি আর ভাবি, তারা কি ভালো আছে? না এক বুক কষ্ট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? তাদের কি বোধ শক্তি নেই? না বোধ শক্তি না থাকার অভিনয় করছে?
কেন একটা মানুষ পাগল হয়? কেন আত্মহত্যার পথ বেঁছে নেয়? ইদানিং বিশ্ববিদ্যালয়গুলোতে আত্মহত্যার সংখ্যা বেড়ে গেছে। কেন এই মেধাবী মানুষগুলো আর বাঁচতে চাচ্ছে না? কিসের এতো হতাশা?
ছোট বেলায় একটা গল্প পড়েছিলাম ‘সুখি মানুষ’। এতে দেখা যায়, একজন নিঃস্ব মানুষ, তার কিছুই নেই। তবু সে সুখী, কারণ সে কারো কাছে কিছুই চায় না। ‘চাওয়া’ এবং ‘পাওয়া’ এই দুটো জিনিষই কি তবে আমাদের অসুখী হবার কারণ? সেই সন্ন্যাস জীবন আমাকে ভীষণ টানে। নিঃসঙ্গতা আমাকে নেশার মতো টানে।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]