শনিবার সকাল ১০:১৮, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

আজব মানসিকতা! পরিবর্তনে চাই প্রতিষেধক

রুহুল আমীন সজল

গরিব পুন্দাইয়া বড়লোক হওয়ার মানসিকতা আমাদের অস্তিত্বে মিশে আছে। সেজন্য ধনী গরিবের বৈষম্য বাড়ছে বৈ কমছে না। গরিবেরা ভাগ্যের দোষ দিয়ে সময় পার করলেও ধনীরা এ সুযোগকে কাজে লাগিয়ে ফাঁয়দা লুটতে সময় ক্ষেপন করছে না।

আমরা হলাম আজব দেশের আজব মানুষ! কাগজে কলমে স্বাধীন কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউ ভাল কাজ করলে প্রশংসা করবেন, এখানে কয়েক টন সমালোচনা! কারো মন্দ কাজের নিন্দা করবেন, এতেও আপত্তি। সোজা কিংবা বাঁকা যে পথেই হাঁটবেন, সবই অমসৃণ। চুপটি মেরে বসে থাকবেন! তা আবার নানান প্রশ্ন সৃষ্টিতে সহায়ক।

তবে কোন পথে যাবেন? এ প্রশ্নের উত্তর গুগল সার্চ দিলেও পাবেন না। কবি ও কবিতা এখানে অসহায়। ক্ষমতা এখানে ক্ষনস্থায়ী চিন্তার খোড়াক। কিছুটা শান্ত্বনা। কিছু সময় এগিয়ে যাওয়া। কিন্তু পরিবর্তন শূণ্যের কোটায়। গরিব পুন্দাইয়া বড়লোক হওয়ার মানসিকতা আমাদের অস্তিত্বে মিশে আছে। সেজন্য ধনী গরিবের বৈষম্য বাড়ছে বৈ কমছে না। গরিবেরা ভাগ্যের দোষ দিয়ে সময় পার করলেও ধনীরা এ সুযোগকে কাজে লাগিয়ে ফাঁয়দা লুটতে সময় ক্ষেপন করছে না।

যারা রাষ্ট্র পরিচালনা করে, বিশেষ করে মন্ত্রী-এমপি, ডিসি-এসপি, বিচারক-আইনজীবী, ডাক্তার-ইঞ্জিনিয়ার, শিল্পপতি, জনপ্রতিনিধিসহ সমাজের কথিত উচ্চশ্রেণীর প্রত্যেকের জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে পরীক্ষামূলক ব্যবস্থা নিলে স্বস্তি পাবে সমাজ।

“নিজে বাঁচলে বাপের নাম” এমন কিছু প্রচলিত প্রবাদ তাদের উৎসাহিত করে। তবে যেহেতু গোটা সমস্যাটাই মানসিক! তাই জাতীয় স্বার্থে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, প্রতিটা গ্রাম, ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিলে আশা করি মানসিকতার পরিবর্তন হবে আমাদের এবং মানবিক বিপর্যয় হতে বেঁচে যাবে জাতি। আর এ ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকেই।

তবে এর প্রয়োগ মাঠ পর্যায় থেকে শুরু না করে সমাজের উচ্চস্তর হতে শুরু করার পরামর্শ থাকলো। যারা রাষ্ট্র পরিচালনা করে, বিশেষ করে মন্ত্রী-এমপি, ডিসি-এসপি, বিচারক-আইনজীবী, ডাক্তার-ইঞ্জিনিয়ার, শিল্পপতি, জনপ্রতিনিধিসহ সমাজের কথিত উচ্চশ্রেণীর প্রত্যেকের জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে পরীক্ষামূলক ব্যবস্থা নিলে স্বস্তি পাবে সমাজ।

রুহুল আমীন সজল

ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক সাকিয়াত

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply