রবিবার বিকাল ৫:৩৯, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

‘ভাষা আন্দোলনে সরাইল’ শীর্ষক আলোচনা সভা

৪৪৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘ভাষা আন্দোলনে সরাইল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সরাইল প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা  হয়।

সভায় বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কলামিষ্ট অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য সচিব শাহজাহান আলম সাজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস-চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মো. মোতাসিম বিল্লাহ, সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও মুক্তিযোদ্ধা ঠাকুর মেজবাহ উদ্দিন মিজান, ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, আবৃত্তি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবদাস সিংহ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ফয়সাল আহমেদ মৃধা,প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন মিল্লাদ প্রমূখ।

বক্তারা বলেন, ১৯৪৭ সালে তমুদ্দন মজলিস ও মুসলিম ছাত্রলীগের যুক্ত কমিটির আহবানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবীতে ঢাকায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ১৯৪৭ সালের ২১ ডিসেম্বর তৎকালীন সরাইল থানা প্রাথমিক শিক্ষক সমিতি তাদের এক সভায় বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবী জানিয়ে একটি প্রস্তাব গৃহিত হয়। ১৯৪৮ সালের ৫ জানুয়ারি ভারতের আনন্দবাজার পত্রিকায় এ বিষয়ের খবরটি প্রকাশিত হয়েছিল। এটা সরাইলের জন্য এক গৌরবের বিষয়। সেই হিসেবে সরাইলকে রাষ্ট্রভাষা বাংলা দাবীর সূঁতিকাগার বলা চলে।

শেখ মোঃ ইব্রাহীম, সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি