আজ ঈদের তৃতীয় দিন। বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলো ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যায় স্বাভাবিকভাবেই। কেননা গ্রাম-গঞ্জের যারা কাজের সন্ধানে শহরে আসে এবং চাকরি ও কাজের সূত্রে শহরেই অবস্থান করে, ঈদের ছুটিতে তারা দলে দলে গ্রামের বাড়ি চলে যায়। ফিরে আসে ঈদের দুচার দিন পর। তেমনি ব্রাহ্মণবাড়িয়াও ঈদের দিন থেকেই একরকম ফাঁকা হয়ে যায়। আজ ঈদের তৃতীয় দিনেও অনেকেই আসেনি। তাই বছরের অন্যান্য দিন যে রাস্তাগুলোতে বিশেষ কয়েকটা সময় জ্যাম থাকে, সেগুলো এখন ফাঁকা দেখা যাচ্ছে।
ছবিগুলো শহরের টি.এ রোডের ফকিরাপূল উত্তর পাশ থেকে তোলা
ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া
[sharethis-inline-buttons]