রোদনে ক্লান্ত নির্মল বিবেকের পরাভূত করুণ চাহনি
আজ ঘুমায় নিশ্চুপ ঘুম-ঘুম ক্নান্তিতে রাতের ধরণী,
এমনি সময় ভাবনা ঘিরে রেখেছে শীতল এই হিমেল রজনী।
অবেলার মন্দ সময়ের সীমারেখায় দেখেছি হাজারো দ্বন্দ্ব।
চিত্ত দুর্বল নীরব পক্ষপাতিত্বে। আস্থার ধড় পড়ে আছে
দূর্বাঘাসে আচ্ছাদিত সুদীর্ঘ রণাঙ্গনে। তাই আজ হতে
হৃদয়ের সব পথ শক্ত হাতে অবরুদ্ধ করে দিলাম,
কন্টকাকীর্ণ প্রবেশের পথে অচেনা কেকটাসে পরিপূর্ণ।
তাই কাটছে এই নির্ঘুম রাত জোনাকীর আলোয়
বিষণ্ণ বেহালার সুরে…
সিত্তুল মুনা সিদ্দিকা
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]