রবিবার রাত ১:০১, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

করোনার ২য় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক কর্মসূচী পালিত

৪০২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

করোনা ভাইরাসের সম্ভাব্য ২য় ঢেউ মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে সচেতনতামূলক কর্মসূচী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার শহরের বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচী পালন করা হয়।

সচেতনতামূলক কর্মসূচীতে শহরের চৌরাস্তায় মানববন্ধনের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক প্রচারনা চালানো হয়। এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।

এ সময় জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হয়।

বক্তারা সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান। পরবর্তিতে স্বাস্থ্যবিধি না মানলে এবং মাস্ক না পরলে জেল-জরিমানা করা হবে বলে সতর্ক থাকতে সাধারণ মানুষের কাছে আহ্বান জানান জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম।


আজকের এ সচেতনতামূলক কর্মসূচি পালনের লক্ষ্যে গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, স্বাস্থ্য বিভাগ,
শিশু একাডেমী, এলজিইডি কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নেতৃত্বে জনসচেতনতা বাড়াতে স্বস্থানে এ কর্মসূচি পালন করা হয়।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি