পাড়ার একটা ছেলে আত্মহত্যা করার চেষ্টা করেছে! কিন্তু পারেনি। এ নিয়ে তার বাসায় চিল্লাপাল্লার শেষ নাই। ব্যাপারটা নিয়ে তার মা-বাবা ভীষণ উদ্বিগ্ন। চিন্তিত। তাদের একটামাত্র ছেলে। অনেক আদরে মানুষ করেছেন। যখন যা চেয়েছে তাই দিয়েছেন। সেই ছেলে হঠাৎ করে এমন একটি কাজ করে বসল?
ছেলেটি পড়ে ইন্টারে। ফার্স্ট ইয়ারে। কলেজে প্রথম দিন একটি মেয়েকে দেখেই সে ক্রাশ খেয়েছিল। তারপর ধীরে-ধীরে কাছে আসা। মাসখানেক যেতে না যেতেই গভীর প্রেম (তার ভাষায়)! সেদিন কি একটা কারণ দেখিয়ে মেয়েটি রিলেশন কন্টিনিউ করতে পারবে না বলে তাকে জানিয়ে দেয়। ফলাফল ব্রেকআপ। এটা সে কিছুতেই মেনে নিতে পারেনি। তাই সে তার জীবন শেষ করে দিতে চাইছে। মেয়েটিকে ছাড়া তার জীবন মূল্যহীন!?
তার মা-বাবাকে শুধু দু’টো প্রশ্ন করলাম- ছেলে যখন যা চেয়েছে তাই দিয়েছেন, কিন্তু কখনো কি এসব নিয়ে তাকে প্রশ্ন করেছেন? সে কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে ইত্যাদি বিষয়ে তাকে জিজ্ঞেস করেছেন কোনোদিন? ইসলামী শিক্ষা, আদর্শ, মূল্যবোধ, নীতি-নৈতিকতা, শিষ্টাচার ইত্যাদি তাকে শিক্ষা দেয়া তো দূরের কথা, যখন সে আপনাদের সামনে তার কলেজের মেয়েদের নিয়ে বিভিন্নরকম মন্তব্য করে তখনও আপনারা চুপ থেকেছেন, উল্টো তার সাথে এসব নিয়ে হাসি-তামাশা করেছেন, যেটা আপনাদের কাছে আধুনিকতা! কিন্তু এসবের গভীরে গিয়ে কি কখনো ভেবে দেখেছেন? যা করছেন তা কি ঠিক করছেন?
সপ্তাহখানেক পর ছেলেটির সাথে দেখা। এই কয়েকদিনর ব্যবধানে সে নাকি আবারও আরেকটি মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছে!? এই মেয়েটিও তার সাথেই পড়ে!? এ নিয়ে তাকে কিছু বলতে গেলেই অনেকটা রেগে গিয়ে বলল- ‘ভাইয়া, আপনি কখনো প্রেম করেছেন? করলে বুঝতেন। কাউকে না পেলে কতটা কষ্ট হয় বুঝেন? আপনি তো এখনো বিয়েও করেননি। অন্তত আগে একটা বিয়ে করে…! ওসব আপনি বুঝবেন না। আপনি আগে অনেক ভাল ছিলেন। কত আধুনিকভাবে চলাফেরা করতেন। কিন্তু দিন যত যাচ্ছে আপনি ব্যাকডেটেট হয়ে যাচ্ছেন। এভাবে..!’
মুখে একটু মুচকি হাসি ধরে মনে-মনে বললাম- ‘তোমরা যে জীবনটাকে আধুনিক বলছ এটা আধুনিকতার নামে যে কতটা নষ্টামি আর নোংরামি তা কি আমি বুঝি না! এই জীবনটা তো আমি দেখেছি! এখানে কিছুই নাই! আছে শুধু হতাশা, হাহাকার…! রঙিন চশমা পড়ে দুনিয়াটাকে দেখলে যা মনে হয়..! তোমাদের অবস্থাটা এখন তাই। এ এক চরম নেশা। যাকে একবার পেয়ে বসে..!
তাই কথাগুলো শুনে আর কোনো উত্তর করলাম না। স্ট্রেইট বাসার দিকে হাঁটা দিলাম। মনে-মনে ভাবলাম- এখন একসাথে চার-পাঁচটা প্রেম না করলে (তাদের ভাষায়) আধুনিক হওয়া যায় না! সকালে একজনের সাথে ব্রেকআপ হলে বিকেলে আরেকজনের সাথে ডেট না করলে বন্ধুমহলে প্রেস্টিজ বলে কিছু থাকে না! যার কাছে তার নিজের জীবনেরই মূল্য নেই, নিজের জীবন সম্পর্কেই কোনো ধারণা রাখে না, নৈতিক-শিক্ষা, ইসলামি-মূল্যবোধ, এসবের ভ্যালু যাদের কাছে শূণ্য, যারা এর মানেটুকুও ঠিকঠাকভাবে জানে না, যাদের কাছে সৎ হয়ে চলাফেরা করাটা বোকামি ছাড়া কিছুই না, একজনের হাত ধরে সারাটা জীবন পার করে দেয়াটা যাদের কাছে ব্যাকডেটেট চিন্তা- তারা এসব কথার মানে না-বুঝার-ই কথা। তাদের কাছে কিছু লোক সবসময়ই ব্যাকডেটেট! কিন্তু এই ব্যাকডেটেট জীবনযাপনের মধ্যেই যে লুকিয়ে আছে কতটা সম্মান, নিরাপত্তা, শান্তি, ভালবাসা, মায়া-মমতা, তৃপ্তি, শৃঙ্খলাবোধ ইত্যাদিসহ সমসাময়িক অনেক সমস্যার সমাধান এবং আধুনিকতা তা কি এই এরা জানে? কখনো ভেবে দেখেছে এসব নিয়ে? তাহলে প্রকৃত ব্যাকডেটেট কারা? এত অসুস্থতা আমাদের মধ্যে? এতটা মানসিকব্যাধি..?
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]