শনিবার দুপুর ১:৪২, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

সংজ্ঞাহীন জীবনের পথে মানুষগুলো

শরীফ উদ্দীন রনি

জীবনের সংজ্ঞা খুবই কঠিন। যার যার অবস্থান থেকে তাকে উপলব্ধি করতে হয় জীবনকে। হয়তো সময়ের প্রয়োজনে তাকে ভিন্ন মনে হয় কিন্তু মৌলিকগত দিক থেকে জীবনের সংজ্ঞা সকলকালের সকল মানুষের জন্য এক। এই জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক কিছুই এসে যায় তা স্বাভাবিকভাবে মেনে নেওয়াই শ্রেয়।

আমরা কয়জনই বা আমাদের জীবনের মানে বুঝি। জীবনের মানে না বুঝার মাশুল প্রতিটি মানুষকে পদে পদে দিতে হচ্ছে। জীবন বারেবারে তার দিকে টেনে নিতে চায় আমাদের। জীবন তার সংজ্ঞা আমাদের দেয় ঠিকই, কিন্তু আমরাই সে সংজ্ঞাকে আকঁড়ে ধরতে চায় না। কারণ জীবনের প্রকৃত সংজ্ঞাইতো আমরা জানি না। তা অনুধাবন করা খুবই কঠিন তবে অনুধাবন করতে চাইলে খুবই সহজ। তবে পথটা কণ্টকাকীর্ণ।

হাসি-তামাশ আর রঙ্গ-রসের মাঝে থাকার সময় ভুলে যায় জীবনে যেমন আনন্দ আছে তেমনি রয়েছে দুঃখ আর হতাশা। একবার আনন্দ থেকে নিরানন্দে পদার্পণ করলে মনে হয় জীবনটা না থাকলে ভালো হতো। অথচ আনন্দের সময়টাতে মনে রাখা উচিত ছিল জীবন মানেই আনন্দ আর নিরানন্দের সমাহার। যারা জীবনের মানে বুঝে, জীবনকে সেভাবে পরিচালিত করে তারা যতই হতাশার সম্মুখীন হউক না কেন তারা বারেবারে জীবনকে কামনা করে। আর আক্ষেপ করে আরেকবার জীবনটাকে পেতাম!

জীবনের সংজ্ঞা খুবই কঠিন। যার যার অবস্থান থেকে তাকে উপলব্ধি করতে হয় জীবনকে। হয়তো সময়ের প্রয়োজনে তাকে ভিন্ন মনে হয় কিন্তু মৌলিকগত দিক থেকে জীবনের সংজ্ঞা সকলকালের সকল মানুষের জন্য এক। এই জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক কিছুই এসে যায় তা স্বাভাবিকভাবে মেনে নেওয়াই শ্রেয়। জীবন স্বাভাবিক তাকে অস্বাভাবিক না করাই ভালো। না মানতে পারলে জীবন অনেক জটিল মনে হয়। তাই জীবনকে জীবনের সংজ্ঞার বিপরীতে নয় জীবনের সংজ্ঞার পানে ছুটানো আমাদের উচিত।

আধুনিক সভ্য সামাজের এই মানুষগুলোর জীবনে হতাশা আর নিরানন্দতা ভরপুর। তার প্রধান কারণ তারা জীবনের প্রকৃত সংজ্ঞার দিকে না ছুটে ছুটে চলেছে কল্পনায় তৈরি এক সংজ্ঞার পানে। তাদের চক্ষুর সামনে জীবনের সংজ্ঞা থাকা সত্ত্বেও তারা বারবার ভুল করে কল্পনার জীবনের সংজ্ঞার দিকে ছুটে চলছে। তাই সেই কল্পনার সংজ্ঞা একসময় তার মরণছোবল হয়ে দাঁড়ায় জন্য। যা আজকের বাস্তবতা হয়ে আমাদের মাঝে রয়েছে। জীবনের প্রকৃত সংজ্ঞা রয়েছে প্রতিটি মানুষের মাঝে তাই কল্পনায় বিভোর না হয়ে বাস্তব মানুষের কাছে ফেরার উৎকৃষ্ট সময় এখনই।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply