এ বছরে কতজন প্রিয় মানুষ আমার জীবনে যোগ হয়েছে। দুয়েক জনকে হয়তো হারিয়েছি এ বছর, কিন্তু হারানোর চেয়েও প্রাপ্তিটা অনেক বেশি। অনেক প্রিয় মানুষকে পেয়েছি আমি এক বছরে, যাদের মন থেকেই অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি।
ডায়েরিটা খুলে বসে আছি। পুরনো ডায়েরি, ২০১৮ সালের। ওহ! স্যরি, এখনো তো ‘১৮ সাল। এখনো চলে যায়নি, তাহলে পুরনো হয় কীভাবে? ধুর, আমার মাথায় যে কি হয়েছে? ইদানীং সব কিছুই কেমন যেন পুরনো পুরনো লাগে। নিজেকেও বড্ড সেকেলে আর পুরনো লাগে ইদানীং।
একটু পরই ১৮ সাল চলে যাবে। আসবে নতুন বছর নতুন সাল। ডায়েরিটা নিয়ে হিসেব কষতে বসলাম, পাওয়া না পাওয়ার হিসেব। আমি আবার বড্ড হিসেবি মেয়ে কি না। অন্য কোনো হিসাবে গড়মিল করলেও ভালোবাসা প্রাপ্তির হিসাবটা কখনোই ভুল হয় না আমার।
প্রথমেই হিসাব কষতে বসলাম, এ বছরে কতজন প্রিয় মানুষ আমার জীবনে যোগ হয়েছে। দুয়েক জনকে হয়তো হারিয়েছি এ বছর, কিন্তু হারানোর চেয়েও প্রাপ্তিটা অনেক বেশি। অনেক প্রিয় মানুষকে পেয়েছি আমি এক বছরে, যাদের মন থেকেই অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। এই ফাঁকে বলে রাখি,, আমার এই ডাইরিতে আমার পছন্দের মানুষগুলোর শর্ট বায়ো লিখে রেখেছি। লিখে রেখেছি তাদের জীবনের গুরুত্বপূর্ণ দিন গুলোও।
এবার নিজের হিসেবটা কষতে শুরু করলাম। বড্ড এলোমেলো সে হিসাব। কিছুতেই মেলাতে পারছি না। আমি আবার অংকে বড্ড কাঁচা। তবুও হিসাব করে দেখলাম। হাজার ব্যর্থতার ভিড়েও নিজের লক্ষ্য থেকে পিছিয়ে যাইনি আমি, এগিয়ে চলেছি এবং এগিয়ে যাবো ইনশাআল্লাহ ✌
নতুন বছরের শুরু থেকেই নব উদ্যমে হোক সবার পথচলা। এই কামনায় সবাই কে নতুন বছরের শুভেচ্ছা। 🌸 হ্যাপি নিউ ইয়্যার ২০১৯🌸
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]