শুক্রবার সন্ধ্যা ৬:৩৫, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে নভেম্বর, ২০২৪ ইং

ডিজিটাল পরিবার…

মুন্সি সাব্বির আহাম্মদ

ডিজাটাল যুগের এ কি অবস্থা! প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে আমাদের। আজ যে সন্তানরা মায়ের কোলে বসে প্রাথমিক শিক্ষা নেয়ার কথা ছিল, তারা প্রযুক্তির দুনিয়াতে হারিয়ে যাচ্ছে কিছু বুঝে ওঠার আগেই।

এসব ছেলেমেয়েকে পরবর্তীতে চাইলেও আর এ জগৎ থেকে আলাদা করা যায় না। তারা এতটাই অমানবিক হতে পারে যে, পরে নিজের মা-বাবাকে পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে। যেখানে আজকাল মনস্তাত্তিক ডাক্তারগণ শিশুদের সামনে মোবাইল ফোনসহ যাবতীয় ইলেক্ট্রনিক সামগ্রী রাখার ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন, সেখানে বাবা-মা শিশুকে খেলাধুলা, কার্টুন দেখা, ভাত খাওয়া, পড়া লেখাসহ যাবতীয় বিষয়ে তাদের কাছে মোবাইল ফোন/ট্যাব ইত্যাদির মাধ্যমে সন্তানদের খুশি রাখার চেষ্টা করছেন।

মনে রাখবেন, এভাবে আপনার সন্তানের আজকের খুশি… তার সারা জীবনের কান্নার কারণ হতে পারে। শুধুমাত্র পারিবারিক ও সামাজিক সচেতনতাই পারে (ডিজিটাল দানব) থেকে আমাদের আগামীর ভবিষ্যৎ অর্থাৎ শিশুদের রক্ষা করতে। চলুন শপথ করি আজ থেকে আমাদের পরিচিত শিশুদের হাতে এসব দিব না।

মুন্সি সাব্বির আহাম্মদ : উদ্যেক্তা ও সমাজকর্মী

ক্যাটাগরি: পাঠকের মত,  মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply