রবিবার সকাল ১১:২১, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে নভেম্বর, ২০২৪ ইং

আগস্ট-সেপ্টেম্বরে দেশ দর্শন সেরা ব্লগার ও নাগরিক সাংবাদিক

প্রধান প্রতিবেদক

deshdorshon.com তাদের মূল সাইটে শুরুতেই পাঠক-লেখকদের লেখা নিজেরাই সরাসরি প্রকাশ করার সুযোগ দিয়েছে। যে কেউ একটি মেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে আইডি খুলে বিভিন্ন ধরনের লেখা ও ব্লগ যেমন লিখতে পারবে, তেমনি সংবাদ এবং প্রতিবেদনও নিজেরাই প্রকাশ করতে পারবে।

আদর্শিক, বিশ্লেষণধর্মী ও মূল ধারার সাংবাদিকতায় বিশ্বাসী ভিন্নমাত্রিক নিউজ পোর্টাল দেশ দর্শন ডটকম। এটা শুরু থেকেই কিছু ভিন্নমাত্রিক থিম নিয়ে কাজ করছে এবং পাঠক-বোদ্ধাদের নিকট চমকের সৃষ্টি করছে। এতে সাধারণ নিউজগুলো (যা অন্যান্য পত্রিকা ও সাইটে আসে, অনেকটা কপিপেস্ট) মূলত দেয়া হয় ব্লগ ও নাগরিক সাংবাদিকতায়। আর মূলধারার নিউজ ও প্রতিবেদন দেয়া হয় ‘প্রধান খবর’ এবং ‘সারাদেশে’। দেশ দর্শনে কলাম, মিনি কলাম, প্রধান খবর এবং সারাদেশে কপিপেস্ট সম্পূর্ণ নিষিদ্ধ।

deshdorshon.com তাদের মূল সাইটে শুরুতেই পাঠক-লেখকদের লেখা নিজেরাই সরাসরি প্রকাশ করার সুযোগ দিয়েছে। যে কেউ একটি মেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে আইডি খুলে বিভিন্ন ধরনের লেখা ও ব্লগ যেমন লিখতে পারবে, তেমনি সংবাদ এবং প্রতিবেদনও নিজেরাই প্রকাশ করতে পারবে। এতে কর্তৃপক্ষের পছন্দ-অপছন্দ কিংবা সম্পাদনার অপেক্ষা করতে হয় না। তবে যেহেতু দেশ দর্শনের “নাগরিক সাংবাদিকতার” জায়গাটি এখন সমসাময়িক নিউজের চাহিদা পূরণ করছে এবং পাঠকের নিকট একটা দায়বদ্ধতাও তৈরি হয়েছে, তাই প্রয়োজনে এতে আমরা সম্পাদনা করে থাকি।

সাধারণ নিউজগুলো (যা অন্যান্য পত্রিকা ও সাইটে আসে, অনেকটা কপিপেস্ট স্টাইলে) মূলত দেয়া হয় ব্লগ ও নাগরিক সাংবাদিকতার জন্য নির্ধারিত জায়গায়। আর মূল ধারার নিউজ ও প্রতিবেদন দেয়া হয় ‘প্রধান খবর’ এবং ‘সারাদেশে’। কলাম, মিনি কলাম, প্রধান খবর এবং সারাদেশে কপিপেস্ট সম্পূর্ণ নিষিদ্ধ।

বিষয়টি এখনো অনেকেই বুঝে ওঠতে পারছেন না। আবার অনেকেই বুঝে-শুনে শুরুও করেছেন এবং দুহাতে লিখছেন। এরই মধ্যে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ধীরে ধীরে আমাদের পাঠক-লেখক বাড়ছে। ভাবনা ছিল, আমরা প্রতি ইংরেজি মাসের সেরা তিনজন বা পাঁচজন ব্লগার ও নাগরিক সাংবাদিকের তালিকা প্রকাশ করব। আবার ষান্মাসিক ও বাৎসরিক সেরা ব্লগার এবং নাগরিক সাংবাদিকও বাছাই করা হবে। পরবর্তীতে পুরুস্কারের ব্যবস্থা রাখারও ইচ্ছে আছে। বিস্তারিত জানানো হবে এ সম্পর্কিত পরের নিউজে।

পাক্ষিক (প্রস্তাবিত সাপ্তাহিক) দেশ দর্শনের ওয়েবসাইট deshdorshon.com উন্মুক্ত করা হয়েছিল গত ১১ আগস্ট ২০১৮ তে। এরপর অনেকেই আমাদের সাইটের ব্লগ ও নাগরিক সাংবাদিকতায় লিখেছেন। এখানে আগস্ট ও সেপ্টেম্বর (২০১৮) মাসের সেরা পাঁচজন ব্লগার ও নাগরিক সাংবাদিকদের নাম জানানো হচ্ছে।

প্রথম : হয়েছেন- জাহাঙ্গীর আলম বিপ্লব সেরা ব্লগ- শৈশবে কলম বললেই দোয়াত-কলম বোঝাতো

দ্বিতীয় : শরীফ উদ্দীন রনি সেরা ব্লগ- আমার বাবা-মা ও আমি (পর্ব-১) ধারাবাহিক

তৃতীয় : এ,বি,এম,ফয়েজুর রহমান সেরা ব্লগ- ধর্ম-ধার্মিকতা ও বিশ্বাস

চতুর্থ :  সরকার জুম্মান  সেরা ব্লগ- ধ্বংসাত্মক অহংকারের প্রতিযোগিতা

পঞ্চম :  মোস্তাক মোল্লা সেরা ব্লগ- চাপুইরের প্রাকৃতিক সৌন্দর্য!

 

এ দুমাসে অন্যান্য ব্লগার-

এইচ এম জাবেদ হোসাইন

কাজী নাজমুল হক

খায়রুল আকরাম খান

জাকির মাহদিন

জাহাঙ্গীর রায়হান

জুনায়েদ হাবীব

ডাঃ মোস্তাক আহমদ চৌধুরী

দেলোয়ার হুসাইন

মনিরুল ইসলাম রাজু

মনযূরুল হক

শামীমা শাম্মী

সোহান মাহমুদ পালোয়ান

সোলায়মান মেহারী

উল্লেখ্য যে, অসাবধানতাবশত কারো নাম বাদ পড়লে আমাদের নজরে আসামাত্র সংযোজন করা হবে এবং এখন থেকে প্রতি দুমাস অন্তর অন্তর দেশ দর্শনের সেরা ব্লগার ও নাগরিক সাংবাদিকের তালিকা প্রকাশ করা হবে।

ক্যাটাগরি: প্রধান খবর

ট্যাগ:

[sharethis-inline-buttons]

One response to “আগস্ট-সেপ্টেম্বরে দেশ দর্শন সেরা ব্লগার ও নাগরিক সাংবাদিক”

  1. মাহফুজুর রহমান পুষ্প says:

    এটা একটি ভাল উদ্যোগ,,,

Leave a Reply