শনিবার দুপুর ১:০১, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

মনুষ্যত্ব ও মানুষের কথা বলি

রিয়াদ রহমান সাহিত্য

আমি যদি ধনী হয়তাম, গরীবদেরকে সাহায্যে করতাম। এই ধরনের ‘ফিলিং দ্যা গেপ’ কে কে পূরণ করছি? সংখ্যার হিসেবে সবাই। তাই নয় কী? ভুল বললাম কিছু? না বলি নাই। কারণ আমি উত্তরটা বুকে হাত রাখার পরে জানতে চাইব। তখনো কী বলবেন? না।

আমার এ কথার মানে কাউকে ছোট করা নয় বরং তাদেরকে উপরে উঠানো, যারা বড়লোক হয়ে গরীবদেরকে সাহায্যে করার স্বপ্ন দেখে না, তাদেরই একজন হয়ে তাদেরকে সাহায্যে করে।

ভবিষ্যতে কি করবে তা নিয়ে সে ভাবে না।  অতীতে কি করেছে তার দ্বার সে টানে না।  সে বর্তমান নিয়েই আছে। বর্তমানের লাঞ্চিতদেরকে নিয়েই বাঁচে। আমি মনুষ্যত্ব ও মানুষের কথা বলছি। মনুষ্যত্ব আর মানুষ যেদিন একসাথে হবে, প্রকৃত কোকিল তখনি ডাকবে। ফুলের রাজা বসন্ত তখনি আসবে আর মনুষ্যত্বের ছোঁয়ায় মানুষ তখনি হাসবে।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply