বিশৃঙ্খলা সৃষ্টি করছি আমরা, পুলিশকে ব্যবহারও করছি এ আমরাই। আর আমরাই বলছি 'সব দোষ পুলিশের’! কিন্তু কেন?
পুলিশকে নিয়ে এতো বিষোদগার কেন? আপনি পাদাপাদি করবেন আর পুলিশ বলবে প্রকাশ্যে পাদ দেয়া অভদ্রতা, এতেই তাদের দোষ? সব দোষ পুলিশের উপর চাপিয়ে নিজেদের দোষ ঢাকা দিতে দিতেই তো সমাজের আজ এ অবস্থা। বিশৃঙ্খলা সৃষ্টি করছি আমরা, পুলিশকে ব্যবহারও করছি এ আমরাই। আর আমরাই বলছি ‘সব দোষ পুলিশের’! কিন্তু কেন?
এ বাহিনী নিশ্চয়ই গত দশ বছরে পয়দা করেনি এ সরকার বা এ বাহিনী গত বিশ বছর আগে পয়দা করেনি অন্য কোনো সরকার।
পয়দা দিবস জানুন তারপর অতীত ঘাটুন! তারপরই দোষ দিন পুলিশকে। মনে রাখা দরকার, এ পুলিশ বাহিনীতে কাজ করছে আমার ও আপনার ভাই কিংবা বোন। এরা নিশ্চয়ই আমাদের। এদের ভাবনায়ও আছে সুন্দর সমাজ প্রতিষ্ঠার আপ্রান চেষ্টা। করেও যাচ্ছে দিনরাত পরিশ্রম।
নিজের দোষ অন্যের কাঁধে চাপিয়ে কাঁঠাল খাওয়ার দিন শেষ জেনে, মিথ্যা হুংকারে বিষোদগার বন্ধ করুন। সমাজে বিশৃঙ্খলা রোধে পুলিশকে সহায়তা করুন।
রুহুল আমীন : সাংবাদিক ও ফ্রিল্যান্স ফটোগ্রাফার
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]