বৃষ্টি–কাদা উপেক্ষা করে মধ্যরাত থেকেই টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রীরা । তাছাড়া টিকেট কাউন্টারের লোকদের হাতেও পড়তে হচ্ছে বিড়ম্বনায় । মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এনা ট্রান্সপোর্ট এর কাউন্টারে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।
টিকেট সিন্ডিকেট ও দালালীসহ নানান অনিয়মের কথা জানিয়েছেন সেখানকার যাত্রীরা । লাইনে দাঁড়ানো এক যাত্রী বলেন, আমরা রাত দুইটা থেকে লাইনে দাড়িয়ে আছি কিন্তু সামনে দিয়ে লাইনের বাহির থেকে এসে আমাদের আগেই টিকেট নিয়ে চলে যাচ্ছে । তাহলে ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে লাভ কি? অবশ্য পাশেই পুলিশ বক্সে দায়িত্ব পালনরত পুলিশ থাকলেও তারা এ ব্যাপারে কিছুই জানে না বলে জানিয়েছেন।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]