শনিবার দুপুর ১:২৮, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

ভিন্নদের যোগ্য স্বীকৃতি অনিবার্য

শরীফ উদ্দীন রনি

তারা তাদের নিজেদের যেমন গুছানোর চেষ্টা করে তেমনি সমাজ-রাষ্ট্রকে সেই সাথে গুছানোর চেষ্টা করছে। তাদের প্রয়োজন শুধু স্বীকৃতি। তাই যারা বারবার ভিন্নতার বুলি ইতিহাস থেকে তুলে ধরেন তাদের উচিত নিজেদের চারপাশে বাস্তব জগতে তেমন কাউকে খুঁজে বের করে তাকে যোগ্য স্বীকৃতি প্রদান করা।

বড়ই অদ্ভুত এক পৃথিবীতে বাস করছি আমরা। যেখানে প্রতিনিয়ত মানুষগুলো খুঁজে বেড়ায় ভিন্নতা, সেখানে যখনই কোনো মানুষ ভিন্ন কিছু নিয়ে আর্বিভূত হয়, তখনই নানা লাঞ্ছনা আর কটুক্তির বানে জর্জিরিত হতে হয়। যারা খুব বেশি ভিন্নতার কথা বলে বেড়ায় তারাই ভিন্নতাকে মেনে নিতে নারাজ হয়। অথচ কালে কালে আদর্শিক পুরুষরা সম্পূর্ণ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ভিন্নতাকে আকড়ে ধরে সামনে এগিয়ে গেছেন। মানুষগুলো বর্তমানে তাদের ভিন্নতাকে এমন অন্ধভাবে অনুসরণ করে, যেন তাই পৃথিবীর একমাত্র সত্য। অথচ সত্য মানুষের কাছে কালে কালে একেক রূপে আর্বিভূত হয়। যারা সত্যকে চর্চা করে তারাই সত্যের সন্ধান পায়। তারা ভিন্ন প্রকৃতির হয়।

আমাদের আধুনিক মানুষগুলো নিজেদের খুব বেশি বিজ্ঞানমনস্ক ভাবে। বিজ্ঞান প্রতিনিয়ত কাজ করছে ভিন্ন ভিন্ন থিওরি নিয়ে। একেকটি থিওরি ভিন্নতায় ভরপুর থাকে। তাকে আমরা খুব সহজে মেনে নিতে পারি না। তাকে মানার জন্য প্রয়োজন হয় উপযুক্ত প্রমাণ। কিন্তু বাস্তবে এমন সব ব্যাপার রয়েছে যা নতুন করে প্রমাণ করার প্রয়োজন নেই। যা সর্বকালের সকল মানুষের জন্য প্রযোজ্য। তেমন সত্যও যখন প্রমাণ সহকারে উপস্থাপন করা হয়, তাকে সে সহজে মেনে নিতে পারে না। কারণ তা তার কাছে ভিন্ন মনে হয়। সবাই এভাবে চলছে। সে ভিন্নভাবে চলাকে কস্বিনকালেও মেনে নিতে পারে না। তাই সে কালের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করে। চলতে চলতে একটা সময় সে নিজেকে হারিয়ে ফেলে। ভাবে কালের স্রোতে গা ভাসিয়ে সফল হয়ে যাবে।

আমাদের আধুনিক মানুষগুলো নিজেদের খুব বেশি বিজ্ঞানমনস্ক ভাবে। বিজ্ঞান প্রতিনিয়ত কাজ করছে ভিন্ন ভিন্ন থিওরি নিয়ে। একেকটি থিওরি ভিন্নতায় ভরপুর থাকে। তাকে আমরা খুব সহজে মেনে নিতে পারি না। তাকে মানার জন্য প্রয়োজন হয় উপযুক্ত প্রমাণ। কিন্তু বাস্তবে এমন সব ব্যাপার রয়েছে যা নতুন করে প্রমাণ করার প্রয়োজন নেই। যা সর্বকালের সকল মানুষের জন্য প্রযোজ্য।

প্রকৃতই ভিন্নভাবে চলে, আজও এমন কিছু মানুষ আমাদের সামনেই ঘুরে বেড়ায়। আমরা তাদের দেখতে পেয়েও না দেখার ভান করে চলি। তাদের পথটা কঠিন মনে হয়। অথচ তাদের জীবনের দিকে চোখ মেলে তাকালে দেখা যাবে তারা সহজ জীবন যাপন করছে। তারা তাদের নিজেদের যেমন গুছানোর চেষ্টা করে, তেমনি সমাজ-রাষ্ট্রকে সেই সাথে গুছানোর চেষ্টা করছে। তাদের প্রয়োজন শুধু স্বীকৃতি। তাই যারা বারবার ভিন্নতার বুলি ইতিহাস থেকে তুলে ধরেন, তাদের উচিত নিজেদের চারপাশে বাস্তব জগতে তেমন কাউকে খুঁজে বের করে তাকে যোগ্য স্বীকৃতি প্রদান করা।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply