রবিবার সকাল ১১:১১, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ইরান কর্তৃক আরব আমিরাতের জাহাজ আটকে উত্তেজনা

৪৬২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
ক্রুজ ক্ষেপনাস্ত্র

সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ আটক করেছে ইরান। দেশটির আঞ্চলিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ক্রুসহ জাহাজটি আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

এদিকে একই দিন আমিরাতের কোস্টগার্ড ইরানি দুই জেলেকে গুলি করে হত্যা করে। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরাইলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি নিয়ে গত সপ্তাহ থেকে তেলসমৃদ্ধ দেশ তেহরান-আবুধাবির মধ্যে উত্তেজনা চরম আকারে দেখা দেয়।

দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সোমবার দেশের আঞ্চলিক সীমান্তে আমিরাতি জাহাজ বেআইনিভাবে প্রবেশ করায় জাহাজ ও ক্রুদের আটক করা হয়েছে।

একই দিন আমিরাতের কোস্টগার্ড ইরানি দুই জেলেকে গুলি করে হত্যা করে এবং তাদের নৌকা জব্দ করেছে।

এ ঘটনা স্বীকার করে বুধবার সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। এতে তারা ক্ষতিপূরণ দিতে সম্মত রয়েছে বলে খবরে জানানো হয়েছে।

এ ঘটনায় তেহরানে অবস্থিত আমিরাতি দূতাবাসের দায়িত্বে থাকা কূটনীতিককে তলব করেছে ইরান।

রয়টার্সের পক্ষ থেকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনোরকম মন্তব্য করতে অস্বীকার করেছেন।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি