শনিবার বিকাল ৫:১৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

ফেসবুকে লোক দেখানো ভালোবাসা

জান্নাতুল আদন

সত্যিকারের ভালোবাসা কাজে দেখা যায়। তাই ফেসবুকে এসে- ‘আমি বাবাকে এতো ভালোবাসি’, ‘মাকে এতো ভালোবাসি’, ‘হাসবেন্ডকে এতো ভালোবাসি’, ‘ওয়াইফকে এতো ভালোবাসি’... এই সব করে মানুষ হাসাবেন না।

অনেক মানুষকে দেখি ফেইসবুকে এসে ভালোবাসা দেখায়। বাবা-মাকে ভালোবাসলে তা কাজে দেখাও। স্বামী, স্ত্রীকে… যে যাকেই ভালোবাসো, কাজে দেখাও। আমার মনে হয় আজকালকার ভালোবাসা ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ। বাস্তবে যে কেমন তা সবাই বুঝে।

কথাই আছে, খালি কলসি বাজে বেশি। কিছু কিছু ছেলে মেয়েকে দেখি, বাবা মাকে এতো ভালোবাসে যে তা বলার অপেক্ষা রাখে না। দেখানো ভালোবাসা যে…। এতোই যদি বাবা মাকে ভালোবাসো, তাহলে তাদের স্বপ্ন পুরণ করে দেখাও…

খালি কলসি বাজে বেশি। কিছু কিছু ছেলে মেয়েকে দেখি, বাবা মাকে এতো ভালোবাসে যে তা বলার অপেক্ষা রাখে না। দেখানো ভালোবাসা যে…। এতোই যদি বাবা মাকে ভালোবাসো, তাহলে তাদের স্বপ্ন পুরণ করে দেখাও…

তাদের কষ্টের এবং তাদের কষ্টার্জিত টাকার মূল্য দিয়ে দেখাও। তাহলে বুঝবো, তুমি আসলেই তোমার বাবা মাকে ভালোবাসো। তখন শুধু ফেসবুক কেন, পুরো দুনিয়া দেখাবে। স্বামী-স্ত্রীর ভালোবাসার বিষয়ে কী বলবো? এই দেখি ভালোবাসার ঠেলাই এরা দুনিয়া উল্টায় দিচ্ছে, দুদিন পর শুনছি, ডিভোর্স! কেন? এই লোক দেখানো ভালোবাসার মানে কি?

সত্যিকারের ভালোবাসা কাজে দেখা যায়। তাই ফেসবুকে এসে- ‘আমি বাবাকে এতো ভালোবাসি’, ‘মাকে এতো ভালোবাসি’, ‘হাসবেন্ডকে এতো ভালোবাসি’, ‘ওয়াইফকে এতো ভালোবাসি’… এই সব করে মানুষ হাসাবেন না। সত্যিকারের ভালোবাসা দেখানো লাগে না।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply