পত্রিকাটির পাঠকগণ অভিযোগ করছেন, এটি নিয়মিতই এ ধরনের বিতর্ক সৃষ্টি করে এবং বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়েই মাঠে এখনো টিকে আছে।
“মাস্ক ব্যবহার করলে কি করোনার ঝুঁকি কমে?”- এমন অদ্ভুত ও বিভ্রান্তিমূলক প্রশ্ন রেখে প্রথম আলো পত্রিকাটি ফেসবুক ব্যবহারকারীদের মতামত নিচ্ছে। তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে উক্ত ভোটাভুটির পোস্টে শুরুতেই লেখা- “জনস্বার্থে জরিপটি যৌথভাবে করছে প্রথম আলো, ব্র্যাক ও লাইফবয়। জরিপে অংশগ্রহন করতে ক্লিক করুন…”
প্রশ্ন ওঠেছে- করোনার চরিত্র ও গতিবিধি পর্যবেক্ষণে যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলো হিমশিম খাচ্ছে, অনন্যোপায় হয়ে সবাইকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের কথা বলছে, বাংলাদেশেও মাস্ক ব্যবহার সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে জাতীয় দৈনিক প্রথম আলো কীভাবে এ ধরনের একটা নিয়ম বহির্ভূত ও বিভ্রান্তি ছড়ানো ভোটাভুটির সাহস করে? এসবের মানে কী? লাখ লাখ অনলাইন ও ফেসবুক ব্যবহারকারী এ সম্পর্কে কী বলার যোগ্যতা রাখে?
অবশ্য এ নিয়ে এখনো পর্যন্ত সরকার, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এবং প্রশাসনের কোনো ভূমিকার কথা জানা যায়নি। যদিও সেই কথিত ভোটাভুটির পোস্টে পাঠকগণ পত্রিকা কর্তৃপক্ষকে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে।
ক্যাটাগরি: প্রধান খবর, শীর্ষ তিন
[sharethis-inline-buttons]