শনিবার বিকাল ৪:৫৭, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

পারিবারিক হিসাব মেলানো (Audit)

ফারহান অাহমেদ ফুয়াদ

একটি অার্থিক প্রতিষ্ঠানকে লাভজনক করতে, হিসাব নিকাশে স্বচ্ছতা অানতে মালিকপক্ষ কোম্পানী অডিট করিয়ে থাকে। ইস! যদি একটি পরিবারকে অর্থাৎ যারা একই পরিবারের বংশের বা গোত্রের পার্ট তাদের যদি অডিট করানো যেতো! যদি প্রতিটি পরিবার ও তাদের পারস্পরিক সম্পর্কের অডিট করানো যেতো!

অামি যেখানে কর্মরত সেখানে গত কয়েকমাস যাবৎ ‘ACNABIN Chartered Accountants’ অামাদের  Professional Assistance হিসেবে কাজ করছে।  অর্থাৎ একটি অডিট টিম কাজ করছে।  That’s why our Accounts Section remain too much busy to assist ACNABIN Team every single day.  অামি যখনই  Accounts Department এ যায়, তখন কোন না কোন  Audit personnel অামাদের  Accounts Department এর সাথে  Accounts related কথাবার্তা  নিয়ে ব্যস্ত থাকে। যতবার তাদের দেখি ততবারই অামার মাথায় ঘুরপাক খেতে থাকে অন্য অারেকটি ইস্যু।

“একটি অার্থিক প্রতিষ্ঠানকে লাভজনক করতে, হিসাব নিকাশে স্বচ্ছতা অানতে মালিকপক্ষ কোম্পানী অডিট করিয়ে থাকে। ইস! যদি একটি পরিবারকে অর্থাৎ যারা একই পরিবারের বংশের বা গোত্রের পার্ট তাদের যদি অডিট করানো যেতো! যদি প্রতিটি পরিবার ও তাদের পারস্পরিক সম্পর্কের অডিট করানো যেতো!

একটি প্রতিষ্ঠানকে সফলতার শীর্ষে পৌছাতে মালিকপক্ষ ও কর্মচারীরা তারাঁ তাদের সর্বোচ্চ effort দিয়ে থাকে। তেমনি একটি পরিবারকে যদি…”। এসবই মাথায় ঘুরাঘুরি করে।

এখন অামি অডিট কাকে বলে তার পুনরাবৃত্তি করছি- অডিটিং হলো আর্থিক কাজকর্ম ও ঘটনাবলী সম্পর্কে নিয়মানুগ পন্থায় নিরপেক্ষ মূল্যায়ন- যার লক্ষ্য হচ্ছে বিদ্যমান নীতিমালা ও সম্পাদিত কাজকর্মের মধ্যে কতটুকু সঙ্গতি রয়েছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া। অডিট কোন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী  (Balance Sheet) ও এ সম্পর্কিত অন্যান্য তথ্যের পরীক্ষা করে এবং এ পরীক্ষার ফলাফল (অডিট রিপোর্ট) বিশেষ মতামতসহ সংশ্লিষ্ট পক্ষের নিকট প্রদান করা হয়।

বাংলাদেশে ১৯৯৪ সালের কোম্পানি আইনের অধীনে রেজিস্ট্রিকৃত কোম্পানির হিসাব নিরীক্ষা বাধ্যতামূলক। বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক অডিটের মান অনুসরণ করে এবং অডিট পেশা কতকগুলি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তেমনি যদি পারিবারিক সম্পর্ক উন্নয়ন ইনস্টিটিউট থাকতো অথবা পারিবারিক সম্পর্কের স্টান্ডার্ড মানা হচ্ছে কিনা তা দেখার জন্যে রেগুলেটরি বোর্ড থাকতো!

তবে এই ‘যদি’- এর উত্তর অামার কাছেই অাছে। একটি প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা হয় অাইন দ্বারা। অার একটি মুনাফাভোগী প্রতিষ্ঠান থেকে মুনাফা পাওয়া যায় যা অর্থ স্বরূপ অামাদের হাতে অাসে। অন্য দিকে পরিবারকে নিয়ম বা অাইন দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না। পরিবারকে নিয়ন্ত্রণ করতে হয় মায়া-মমতা, ভালবাসা, সহানুভূতি দ্বারা।

ফারহান অাহমেদ ফুয়াদ : খিলক্ষতে, ঢাকা
সেপ্টেম্বর ১১, ২০১৮

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply