শনিবার বিকাল ৪:৫৫, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

পছন্দের ফাঁদে আটক যন্ত্রণা

শরীফ উদ্দীন রনি

ছোট এ্ই জীবনে মানুষ কত কিছুই না চায়! কিন্তু সবকিছু তার পাওয়া না হয়েও পাওয়া হয়। কারণ প্রতিটি চাওয়ার কারণে তার জীবনে ঘটে যায় নানা ঘটনা। যা থেকে পায় সে বাস্তব কিছু অভিজ্ঞতা। যা তার জীবনে নিয়ে আসে পরিবর্তন। এই পরিবর্তনকে মেনে সে যদি জীবনকে সহজভাবে মেনে নিতে পারে তবে জীবনে বয়ে যায় শান্তির এক শান্তিময় বাতাস। যা সে ব্যতীত অন্য কেউ উপলব্ধি করতে পারে না। তাই জীবনে কোনোকিছু না পেয়ে হতাশ হবার কিছু নেই।

আজ সভ্য সামাজের সভ্য মানুষগুলো সভ্য শিক্ষায় শিক্ষিত হয়ে আচরণ করে অসভ্য-বর্বর পশুর মতো। যা বলে কয়ে শেষ করা সম্ভব নয়। তাদের চাওয়াগুলোকে প্রাধান্য দিতে গিয়ে এমন সব আচরণ করে বসে যাতে সে যেন নিজের সাথে নিজেই প্রতারণা করে। যার ফলশ্রুতিতে জীবনে নেমে আসে দুঃখ আর হতাশার বান। যা তাকে একাই বয়ে বেড়াতে হয়। নিজের পছন্দ সই হলেই হলো। কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা দেখার কোনো প্রয়োজনবোধই করে না।

ছোট হোক আর বড় হোক এমন সব আচরণ করে যাতে নিজেকে শেষ পর্যন্ত বড়ই অসহায় করে তোলে। তার অপছন্দের মানুষের সাথে ইতিবাচক কোনো কিছু হলেও তাতে সাথে নেতিবাচক সব ব্যাপারই দেখতে পায়। মিথ্যে অপবাদের ভয় পায় । আর পছন্দের মানুষের সাথে নেতিবাচক কোনো কিছু হলে তাতে খুঁজে পায় ইতিবাচক সব ব্যাপার। কারণ সে তার পছন্দের মানুষ।  অথচ সূর্যকে যেখানে যেমনই দেখা হোক তা সূর্যই তা চাঁদ নয়। তেমনি যা ইতিবাচক তা অপছন্দের কেউ করে থাকলে ইতিবাচকই। পছন্দের কেউ নেতিবাচক কোনো কিছু করে থাকলে তা নেতিবাচকই। তাই বৃথাই অপছন্দের মানুষগুলোকে মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ নেই। তাতে শেষ পর্যন্ত নিজেকেই বয়ে বেড়াতে বিষম যন্ত্রণা।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply