শনিবার সকাল ৯:৫৩, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: হামলা ভাংচুরের অভিযোগ

৪৬৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের উওর কাঞ্চনপুর এলাকায় সফুর উদ্দিন নামে এক ব্যাক্তির জমি প্রতিপক্ষ হারুন অর রশিদ গ্রুপ জোরপুর্বক দখলের চেষ্টা চালিয়ে হামলা ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় উওর কাঞ্চনপুর এলাকার বছির উদ্দিনের ছেলে সফুর উদ্দিন মঙ্গলবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার উওর কাঞ্চনপুর গ্রামের সফুর উদ্দিনের সাথে একই গ্রামের প্রতিপক্ষ হারুন অর রশিদের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই জমিতে সফুর উদ্দিন টিনের ঘর করে ভোগ দখলে রয়েছে। মঙ্গলবার সকালে ৫০/৬০জন লোক নিয়ে ওই জমি দখলের উদ্দেশ্যে জমিতে থাকা টিনের ঘর ভেঙ্গে নিয়ে যায়। ওই জমিতে জোরপুর্বক ভান্ডারীওয়াল নির্মানের চেষ্টা চালায়। তারা বাধা দিতে গেলে তাদের মারধর করতে যায়।

প্রতিপক্ষ হারুন অর রশিদ বলেন, প্রতিপক্ষরা বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলে। ওই বিষয়ে আমরা থানায় একটি অভিযোগ দিয়েছি। থানার এস আই মুক্তি মাহমুদ বলেন, ওই ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কালিয়াকৈর (গাজীপুর) থেকে

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি