রবিবার বিকাল ৪:০৫, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঈদের আনন্দ আসবে: মোহাম্মদ আবুল বাশার

৪৮৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঈদের আনন্দ আসবে দেশে
আনন্দ কি আসবে?
আগের মতো শিশুদের
মুখে কি হাসবে ফোটবে?

খোলা বিলে দূর-আকাশে
দেখবে ঈদ আনন্দের চাঁদ?
দিকবেদিক ছুটাছুটি করে
মেটাবে কি মনের তৃপ্তি ?

ঈদের দিনে শিশুর পরনে
জুটবে কি নতুন পোশাক?
পরিবারের সাথে অভিমান করে
মনে ভীষণ রাগ।

ঈদের দিনে নাস্তা-সেমাই
দিবে কি তোমার মুখে?
গাল ফুলিয়ে থাকবে নাকি?
কাঁদবে দুঃখে দুঃখে।

ঈদের দিনে ঈদের মাঠে
হবে তাদের কি যাওয়া?

লকডাউনে বেড়াতে যাওয়া
হবে কি নানা বাড়ি?
সারা দেশ আছে স্বাস্থ্য ঝুঁকি
চলছে না কোনো গাড়ি।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে জরাজীর্ণ জীবনমান।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি