শুক্রবার সকাল ৬:৪১, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে নভেম্বর, ২০২৪ ইং

বাড়ছে সংক্রমণ, কমছে সতর্কতা

আবির হোসাইন জসিম

তবে কী সাধারণ মানুষদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিয়েছে? করোনাভাইরাসের নাম শুনলে আগে মানুষ যতটা আতঙ্কিত হত, এখন যেন ততটাই স্বাভাবিকতা অনুভব করছেন।

দিনদিন দেশের পরিস্থিতি অনেকটা খারাপের দিকে অগ্রসর হচ্ছে । দেশে যখন মরণব্যাধি করোনাভাইরাস সর্বপ্রথম দেখা দিয়েছিল, তখন মানুষ অনেকটা সতর্কতা অবলম্বন করেছিল। এখন বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে । করোনাভাইরাসের বিস্তার যতই বাড়ছে, ততই মানুষ অসতর্কতার দিকে পা বাড়াচ্ছে।

সাধারণ মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও এখন আগের মত তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। প্রথমে করোনাভাইরাস প্রতিরোধ করতে যতটুকু দায়িত্ব নিয়ে তারা মাঠে নেমেছিলেন, এখন সে দায়িত্বের ধারেকাছেও নেই। করোনাভাইরাসের বিস্তার ক্রমে ক্রমে যত বাড়ছে, দেশের সকল মানুষ ততই মাঠে-ঘাটে-বাজারে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, কোনো প্রকার সতর্কতা অবলম্বন না করেই।

আরো পড়ুন> ধান কাটার নাটকে ক্ষতিগ্রস্ত কৃষক

তবে কী সাধারণ মানুষদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিয়েছে? করোনাভাইরাসের নাম শুনলে আগে মানুষ যতটা আতঙ্কিত হত, এখন যেন ততটাই স্বাভাবিকতা অনুভব করছেন। করোনাভাইরাসের বিস্তার যতই বাড়ছে, মানুষ নিজেকে ‍ততটাই জনসমাগমে মুক্তভাবে উপস্থাপন করছে। লকডাউনের চাপে পড়ে মানুষ এখন নিজেকে লকডাউন থেকে মুক্ত করতে সর্বদা ছটফট করছে। আর অপেক্ষা করছে- এ দমবন্ধ অবস্থা থেকে মুক্তির।

আবির হোসাইন জসিম: সংবাদকর্মী

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Comments are closed.