শুক্রবার দুপুর ১২:৪৯, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে নভেম্বর, ২০২৪ ইং

করোনা থেকে পলায়ন, মৃত্যু থেকে নয়

তোফায়েল আহমদ

করোনা চলতি নিশ্বাসের ভেতর ধরে এনে কাচের বাক্সে ভরে মানুষকে দৃশ্যমান এক কবর জগত দান করে। কেউ কাছে যাচ্ছে না, অথচ একে অপরকে দেখতে পাচ্ছে।

সম্প্রতি বিশ্বকে থমকে দেওয়া একটি শব্দের নাম ‘করোনা’। করোনা একটি মানুষকে আক্রমণ করে জীবনের শেষ পরিণতি মৃত্যু এনে দেয়। একটি ভিন্নতর অস্বাভাবিক মৃত্যু। মানুষ বাঁচতে চায়, মরতে হবে জেনেও। একটি সুন্দর স্নিগ্ধ মৃত্যু কামনা করে সবাই। মৃত্যু মানুষকে একা করে দেয়। একদম একা। মাটির তলায় রেখে আসা পর্যন্ত কিছু মানুষ পাশে থাকে। কিন্তু করোনা চলতি নিশ্বাসের ভেতর ধরে এনে কাচের বাক্সে ভরে মানুষকে দৃশ্যমান এক কবর জগত দান করে। কেউ কাছে যাচ্ছে না, অথচ একে অপরকে দেখতে পাচ্ছে।

কবর তো আড়াল এক জগতের নাম। মৃতের আত্মা তার স্বজন ও অন্যান্য মানুষদের দেখতে পেলেও ওরা মৃতের আত্মাকে দেখতে পায় না। কেউ চাইলেও যেতে পারে না কারো কবরে। কিন্তু ‘করোনা’ যাকে কাচের কবরে ভরেছে, সে চাচ্ছে না তার কাছে কেউ আসুক। চাচ্ছেও না কেউ তার কাছে যেতে।

করোনা মানুষকে মৃত্যু এনে দেয়। আর মৃত্যু বাস করে মানুষের ঘাড়ের ‘রাজ রগেরও’ বেশি নিকটে। করোনা মৃত্যুর রূপান্তরিত সাময়িক ব্যাপক একটি নাম। কিন্তু মৃত্যু অবধারিত প্রতিটি প্রাণের জন্য।

জানা যায়, করোনা সন্দেহে মাকে সন্তানেরা জঙ্গলে ফেলে এসেছে। করোনায় মারা যাওয়া বাবার জানাজায় সেফটি নিয়েও অংশগ্রহণ করতে রাজী হচ্ছে না ছেলেরা। করোনা থেকে বাঁচতে মানুষ ড্রামে করে, মুরগিবাহী গাড়িতে করে পালিয়ে আসছে ঢাকা থেকে বা আক্রান্ত অন্যান্য এলাকা থেকে। না জানি আরো কতো বিপজ্জনক অজানা পদ্ধতি বেছে নিচ্ছে মানুষ, করোনা থেকে বাঁচতে।

খরচ করছে দেড়শো টাকার পথে পাঁচ হাজার টাকা। করোনা মানুষকে মৃত্যু এনে দেয়। আর মৃত্যু বাস করে মানুষের ঘাড়ের ‘রাজ রগেরও’ বেশি নিকটে। করোনা মৃত্যুর রূপান্তরিত সাময়িক ব্যাপক একটি নাম। কিন্তু মৃত্যু অবধারিত প্রতিটি প্রাণের জন্য। অতএব মানুষ কোথায় পালাচ্ছে…?

তোফয়েল আহমদ : শিক্ষক ও কবি

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply