শুক্রবার সকাল ১০:০৮, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে নভেম্বর, ২০২৪ ইং

অসংলগ্ন স্বপ্নাদেশ

মুজিবুর বকসী

প্রকৃতির অমোঘ নিয়ম তার নিজস্ব ক্ষমতাবলে চালিয়ে যাচ্ছে। কেন মনুষ্যজাতির প্রতি এই ঈর্ষা? মানুষ কখনো উদ্ঘাটন করতে সক্ষম হবে না।

বর্তমান বিশ্বে যে প্রাকৃতিক দুর্যোগের সূচনা হয়েছে তা অবসানের কোনো লক্ষ্নণ নাই। সম্প্রতি সামান্য হ্রাস পেলেও তা বারবার মহামারি আকারে দেখা দিতে পারে। ফলে দিন দিন মানুষ কমে আসবে। পৃথিবীতে ‘মানুষ’ সন্ত্রাসবাদ এবং যুদ্ধ-বিগ্রহের কারণেও অকালে মৃত্যু দেখা দিতে পারে। বিশ্বে যত মানুষের মৃত্যু হয়, এর পেছনে এসব কারণ দায়ী। কেন? তার উৎস কী? কোত্থেকে আবির্ভাব!

এসব কারণ খুঁজতে খুঁজতে মানুষ দিশেহারা অবস্থা হবে। হয়তো প্রকৃতি চায় পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রাখতে। তাই প্রকৃতির অমোঘ নিয়ম তার নিজস্ব ক্ষমতাবলে চালিয়ে যাচ্ছে। কেন মনুষ্যজাতির প্রতি এই ঈর্ষা? মানুষ কখনো উদ্ঘাটন করতে সক্ষম হবে না।

মানুষ যখন মারা যাবে, তখন সে আসলেই কীভাবে মারা গেলো সেই গল্পটা সময়ের সাথে সাথে বদলাতে থাকবে। অনেক কিছুই মানুষের চিন্তার (জ্ঞানের) বাহিরে থেকে যাবে। কেউ কখনো জানতে পারবে না
মানুষ কী কারণে মারা যায়। সেটা সময়ের সাথে কালের পরিক্রমায় বদলে যাবে।

এভাবেই প্রকৃতি তার প্রতিশোধ নিতে থাকে, ধ্বংস করে দিতে সক্ষম হয় কোনো জাতিকে। কেচ্ছা-কাহিনী, রম্যরচনা, সিংহের গর্জন কিংবা পত্রের প্রতিশ্রুতি কালের গর্ভে বিলীন হয়ে যাবে। যুগযুগান্ত অতিক্রান্ত হয়ে হয়তোবা এরকম কোনো ভিন্ন জাতি জগতে সৃষ্টি হতেও পারে।

মুজিবুর বকসী : গবেষক, লেখক

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply