রবিবার সকাল ৬:০৬, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে নভেম্বর, ২০২৪ ইং

আলেমদের সঙ্গে দেশ দর্শন আলোচনার একবছর

ডেস্ক রিপোর্ট

থিঙ্কট্যাঙ্ক বাংলা নিউজপোর্টাল দেশ দর্শন গতবছর কয়েকজন আলেমের সঙ্গে “সাম্প্রতিক সমস্যার মোকাবেলায় আলেমদের ভূমিকা” শিরোনামে একটি গোলটেবিল আলোচনার ব্যবস্থা গ্রহণ করে, যা পরবর্তীতে একটি নিয়মিত “সাপ্তাহিক আলোচনায়” রূপ নেয়। দীর্ঘ ছয়মাস এটি নিয়মিত চলে দেশ দর্শনের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কনফারেন্স রুমে। এতে নিয়মিত অংশ নেন কয়েকজন আলেম।

কিন্তু পরবর্তীতে এটি বিশেষ কারণে বাধাগ্রস্ত হয়, যা আর শুরু করা যায়নি। তবে শীঘ্রই এমন উদ্যোগ আবারো নেয়া হবে বলে জানিয়েছেন দেশ দর্শন সম্পাদক।

এদিকে এরই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার ক’জন শীর্ষ লেখক, সাহিত্যিক ও সম্পাদকের সঙ্গেও “নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে সাহিত্যের ভূমিকা কী” শিরোনামে আরো একটি মননশীল ভৈঠক হয়। এ বৈঠকটিও প্রতিমাসে নিয়মিত করার ইচ্ছে থাকলেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা করা সম্ভব হয়নি।

অবশ্য বর্তমানে করোনাভাইরাসের কারণে বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশে অঘোষিত ‘লক ডাউন’ চলায় অন্যান্য কাজের পাশাপাশি পত্রিকার কাজ ও মতবিনিময় জাতীয কাজগুলো আরো বেশি বাধাগ্রস্ত হচ্ছে। মহান আল্লাহর রহমতে এ পরিস্থিতি কেটে যাবার পর আরো বড় পরিসরে আলেম, লেখক-সাহিত্যিক এবং অন্যান্য শ্রেণিপেশার মানুষের সঙ্গে বসবেন বলে দেশ দর্শন সম্পাদক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ক্যাটাগরি: প্রধান খবর,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply