শনিবার বিকাল ৪:৫৭, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

আমাদের বাহ্যিক সৌন্দর্য ধ্রুব নয়

গোলাম রাব্বানী

আজ আপনাকে অপূর্ব লাগছে, তার মানে এই নয় যে কালও আপনাকে তাই লাগবে।

আমাদের বাস্তবের বাহ্যিক সৌন্দর্য কোনো ধ্রুব ব্যাপার না, ক্ষণে ক্ষণে বদলায়। আজ আপনাকে অপূর্ব লাগছে, তার মানে এই নয় যে কালও আপনাকে তাই লাগবে। আবার আজ আপনাকে ভাল লাগছে না মানে কালও যে ভালো লাগবে না- এটাও ভূল। পুরোটাই একটা উঠানামার ব্যাপার।

তবে ক্যামেরার সৌন্দর্যের ক্ষেত্রে জিনিষটা পুরোটাই উল্টো। সৌন্দর্যকে, ভালো লাগাকে কিংবা বিষণ্নতাকে একবার ক্যামেরায় বন্দী করে ফেলতে পারলে তা ডিলিট হওয়ার আগে হারিয়ে যায় না।

ভাললাগাটাকে, সৌন্দর্যটাকে বারবার উপভোগ করা যায়, দেখে স্মৃতিকাতর হওয়া যায়। হারিয়ে যাওয়া সৌন্দর্যের কথা মনে করে দু-ফোটা চোখের পানিও ফেলা যায়। আবার সৌন্দর্যটাকে জুম করে বড় করেও, মানে বৃহৎ কলেবরেও অনুভব করা যায়।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply